আবার আরও একবার পুরনো দৃশ্য ফিরে পেতে চলেছি আমরা। এ যেন বছর বছর একই সিনেমার সিক্যুয়েল দেখে চলেছি আমরা। ইতিমধ্যেই করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আগামীকাল এই নিয়ে বৈঠক করার কথা ছিল রাজ্যের। কিন্তু দেরি করা বোধহয় আর যাবে না। তাই রাজ্যের একাধিক বিধিনিষেধের কড়া নিরাপত্তার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিলেন মুখ্য সচিব।
সোমবার থেকেই শুরু হতে চলেছে রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিধি নিষেধ। চলুন জেনে নেওয়া যাক সেই বিধিনিষেধের মধ্যে কোন কোন নিয়ম আপনাকে পালন করতে হবে। আগামীকাল থেকেই কলকাতায় ব্রিটেন থেকে আগত সমস্ত ফ্লাইট বন্ধ হয়ে যাবে।
বিদেশ থেকে আসা ১০ % যাত্রীর rt-pcr টেস্ট করাতে হবে।
সরকারি অথবা বেসরকারি অফিসে ৫০% কর্মীদের নিয়ে কাজ করতে হবে।
দুয়ারে সরকার কর্মসূচি আপাতত একমাস পিছিয়ে দেওয়া হচ্ছে।
কাল থেকে বন্ধ হয়ে যাবে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়।
ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা চালু রাখতে হবে।
বিনোদন পার্ক, শপিং মল, মার্কেটপ্লেস বন্ধ থাকবে।
সুইমিং পুল, চিড়িয়াখানা, জিম, স্পা, পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
সিনেমা থিয়েটার খোলা থাকবে রাত দশটা পর্যন্ত।
রেস্টুরেন্ট খোলা থাকবে রাত দশটা পর্যন্ত ৫০ শতাংশ গ্রাহক নিয়ে।
মিটিং অথবা কনফারেন্সে ২০০ জন ব্যক্তিদের নিয়ে কাজ করতে হবে।
শেষকৃত্য অনুষ্ঠানে ২০ জনের বেশি অংশ নেওয়া যাবে না।
বিয়ে বাড়িতে অথবা সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক থাকবে না।
সন্ধ্যে সাতটা পর্যন্ত ৫০% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন।
মেট্রোরেলে নিতে হবে ৫০% যাত্রী।
রাত ১০ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত যানবাহন জামায়েত নিষিদ্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কিছু চালু থাকবে না।
কারখানা, চা বাগান, মিল চলবে কড়া বিধি-নিষেধ নিয়ে।