Skip to content

আপনি কী জানেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত বেতন ? চার নম্বর ধনী মুখ্যমন্ত্রীর নাম জানলে চমকে যাবেন !

আমরা হয়তো অনেকেই জানি যে দেশের প্রতিটি রাজ্যের সব মুখ্যমন্ত্রীদের বেতন এক নয়।আজ আমরা দেখবো কোন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বেতন কত।

1.দেশের প্রতিটি রাজ্যের সব মুখ্যমন্ত্রীদের মধ্যে রয়েছেন দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল।এনার মাসিক বেতন হল 3,90,000 টাকা

2.এর পর উওর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এনি মাসে 3,65,000 টাকা বেতন পান।

3.মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবীশের। এনার মাসিক বেতন 3,40,000 টাকা ।

4.এরপর আমরা যার কথা বলব তিনি হলেন, তেলেঙ্গানার মূখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বেতন সব থেকে বেশি। এনার মাসিক বেতন হল 4,10,000 টাকা ।

5.গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির বেতন মাসে 3,21,000 টাকা ।

 

6.এরপর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এনার মাসিক বেতন হল 2,15,000 টাকা ।

 

7.পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 2,10,000 টাকা মাসিক বেতন।

8.এরপর কর্নাটকের মূখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর মাসিক বেতন হল 2,00,000।

9.ওড়িশার মূখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের প্রতি মাসে 1,60, 000 টাকা ।

10.এবার অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মাসিক বেতন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের তুলনায় অনেকটা কম।এনার বেতন 1,25,000 টাকা প্রতি মাসে।

11.বেতনের পরিমান অনুসারে সব থেকে কম বেতন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবের এখন বেতন 1,05,500 টাকা প্রতি মাসে ।