গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির এলআইসি (LIC)। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে জনসাধারণের জন্য নতুন স্কিম নিয়ে এসেছে LIC যেখানে সেভিংস এর পাশাপাশি থাকবে সুরক্ষা। ভারতীয় জীবন বিমা নিগম সাধারণ মানুষদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত অফার। মাত্র ১৫০ টাকা করে জমালেই পাবেন ১৯ লক্ষ টাকা, জেনে নিন কীভাবে…
মূল্যবৃদ্ধির বাজের সকলেই আপ্রাণ চেষ্টা করছেন কিছু টাকা জমানোর । কিন্তু কোন খাতে কত জমালে ভবিষ্যতে সুরক্ষা মিলবে সেটাই এখন সবথেকে বড় বিষয়। ভারতীয় জীবন বিমা নিগম সকলের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক পলিসি নিয়ে এসেছে।
যারা এলআইসি-জীবন বিমা পলিসি কেনার কথা ভাবছেন তাদের জন্য ইনস্যুরেন্স সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম এই সুযোগ দিচ্ছে। সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই পলিসি নিয়ে এসেছে ভারতীয় জীবন বিমা নিগম। সন্তানের পড়াশোনা, বিয়ের খরচের জন্য যাতে ভবিষ্যতে অসুবিধে না হয়, তার জন্য এই পলিসি নিয়ে হাজির এলআইসি। এই স্কিমের নাম ‘নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যান’।
এলআইসি-র এই প্ল্যান ২৫ বছরের জন্য আপনি করাতে পারবেন। মাত্র ১৫০ টাকা করে জমিয়ে রাখলেই আপনি পেয়ে যাবেন ১৯ লক্ষ টাকা।
বাড়ির পোষা কুকুর বেড়ালের মতো বিশাকালার এক কোবরা-কে স্নান করাচ্ছে যুবক, দেখুন ভাইরাল ভিডিও
এই প্ল্যান অনুযায়ী,এলআইসি পলিসি হোল্ডার ১৮ বছর, ২০ বছর এবং ২২ বছর হওয়ায় বেসিক সাম ইনস্যুয়র্ডের ২০-২০ শতাংশ টাকা দেবে ভারতীয় জীবন বিমা নিগম৷ এবং ৪০ শতাংশ টাকা ২৫ বছর পূর্ণ হওয়ার পর দেওয়া হবে।
এই পলিসিতে সমস্ত রকমই বকেয়া বোনাস দেওয়া হবে। পলিসি ম্যাচিউর হওয়ার সময় পলিসি হোল্ডার বাকি ৪০ শতাংশ টাকা ও বোনাস পাবেন।