আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হলো ল্যাপটপ ।আধুনিক যুগে ল্যাপটপ এর ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া একটা বড় সমস্যা ।তাই আপনার চিন্তা মুক্ত করতে আমরা নিয়ে এসেছি এক বিশেষ রকম পদ্ধতি,যার মাধমে আপনারা ল্যাপটপ এর ব্যাটারির লাইফ বাঁচাতে পারবেন।যেকোনো স্মার্ট ডিভাইসের ডিসপ্লে হলো বেটারী শেষ হওয়ার প্রধান কারণ । তাই ডিসপ্লে খরচ বাঁচাতে প্রথমে ল্যাপটপের স্ক্রিন ডিম করে দিন। এই কাজ করলেই আপনার ব্যাটারিতে অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা যাবে।এর পর আপনাদের কিছু সেটিং পরিবর্তন করতে হবে। আপনার পাওয়ার সেটিং চেঞ্জ করে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন এর রেজাল্ট আপনি খুব ভালো পাবেন। একটু বলি আপনাদের যে কি করে করবেন ; শুনুন তবে, সেটিং-এ গিয়ে পাওয়ার সার্চ করুন সেখানে আপনাদের পাওয়ার সেভারের লিস্ট বাঁছতে হবে।
সেখানে পাওয়ার সেভার মোড অন করতে হবে।এছাড়াও মাঝে মাঝে ‘ wifi’ টি চেক করুন যে সেটি অন নেই তো; wifi অন থাকলে ল্যাপটপ এর অনেকটা চার্জ শেষ হয়ে যায়। অনেক সময় আপনাদের অজান্তেই ডিস্ক ড্রাইভে অনেক কিছু থেকে যায় সেগুলো নিয়মিত চেক করুন ,এইগুলি আপনার অজান্তেই আপনার ব্যাটারি শেষ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।এই ছোট ছোট কারণ গুলিই আপনার ল্যাপটপ আর ওয়ার্কিং টইম বাড়িয়ে তুলবে,আর এই পদ্ধতি ফলো করে আপনার ব্যাটারি কতটা সেভ হচ্ছে সেটা আমাদের জানাবেন অবশ্যই।