প্রতিযোগিতা যেন শেষ হচ্ছেই না কিছুতে টেলিকম সংস্থাগুলির মধ্যে। এবার গ্রাহক আকর্ষণ করার জন্য আরো একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ করল এয়ারটেল। সারা মাস জুড়ে ফ্রি মোবাইল রিচার্জ, ডিটিএইচ এবং ব্রডব্যান্ড সার্ভিস দিতে চলেছে গ্রাহকদের এই সংস্থা। কিন্তু এত কিছু সুযোগ সুবিধা সবাই কিন্তু পাবেন না। চলুন জেনে নেওয়া যাক কোন কোন মানুষ এই সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
গত বছর শুরু হয়েছিল এয়ারটেলের ব্ল্যাক মেম্বারশিপ সার্ভিস। এই পরিষেবা পেতে গেলে এয়ারটেলের পোস্টপেড কানেকশন থাকতে হবে আপনাদের। পোস্টপেড কানেকশন থাকলে একটি টেলিকমের সঙ্গে ডিটিএইচ এবং ব্রডব্যান্ড সার্ভিস তিনটে সুযোগ সুবিধাই পাবেন আপনি একসঙ্গে। এই মেম্বারশিপ নিলে প্রথম মাস সম্পূর্ণ বিনামূল্যে আপনি সমস্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন। এছাড়া এয়ারটেল ব্ল্যাকের কাস্টম প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে এককালীন বিরাট ডিসকাউন্ট।
তবে এই পরিষেবা ব্যবহার করার সময় মাথায় রাখতে হবে, প্ল্যানের মধ্যে না থাকা যেকোনো পরিষেবা ব্যবহার করার জন্য দিতে হবে অতিরিক্ত খরচ। চলুন একটি উদাহরণ দিয়ে আপনাকে ভালো করে বুঝিয়ে দি। আপনি যদি ৪৯৯ টাকা রিচার্জ করেন তাহলে আপনার প্ল্যানের সঙ্গে আপনি পাবেন একমাস সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা।
এয়ারটেলের এই প্ল্যান ৯৯৮ টাকার। এই প্ল্যান ছাড়াও একমাস সম্পূর্ণ বিনামূল্যে পরিসীমা ব্যবহার করতে পারবেন আপনি। ১০৯৮ টাকার এয়ারটেল ব্ল্যাক প্ল্যান যদি আপনি পছন্দ করেন সে ক্ষেত্রে আপনি প্রতি মাসে ১০৯৮ টাকা রিচার্জ করতে পারেন। তবে মনে রাখতে হবে এই রিচার্জ শুধুমাত্র পোস্টপেইড কানেকশন যারা নিয়েছেন তাদের জন্য এটা কিন্তু প্রিপেইড কানেকশন ভোগীদের জন্য নয়।