Skip to content

মাত্র ১০ হাজার টাকা হয়েছে ৫.৩ কোটি, ৯ পয়সার শেয়ারে মিলেছে অবিশ্বাস্য ৫.৩ লাখ শতাংশ রিটার্ন

একদিকে যেমন শেয়ার বাজার এতদিন পর্যন্ত বহু মানুষকে খুব কম সময়ের মধ্যে কোটিপতি বানিয়েছে, তেমনি অনেক সময় শেয়ার মার্কেট পড়ে গেলে ক্ষতির সম্মুখীন হয়েছেনও বহু মানুষ। বলতে গেলে এক কথায় শেয়ার বাজার হল একদমই ভাগ্যের ব্যাপার।

সম্প্রতি বোরোসিল রিনিউয়েবলসের কোম্পানিগুলি শেয়ার মার্কেটে ২০ বছরের কম সময়ের মধ্যে যারা বিনিয়োগ করেছেন তাদের কোটিপতি করে দিয়েছে। এই কোম্পানিটির সোলার গ্লাস তৈরি করে। গত বছরে এই কোম্পানিটি খুব কম সময়ের মধ্যে বিনিয়োগকারীদের প্রায় ৫ লক্ষ ৩০ হাজার শতাংশ রিটার্ন দিয়েছে।

এই কোম্পানিটির ৫২ সপ্তাহে শেয়ারে সর্বোচ্চ দর উঠেছিল ৮৩৩ টাকা, অন্যদিকে সর্বনিম্ন দর ছিল ৪৬৮ টাকা। ২০০৩ সালের ২রা এপ্রিল বম্বে স্টক এক্সচেঞ্জে এই কোম্পানি শেয়ারের দল ৯ পয়সা ছিল যেটা ২০২৩ সালের ২৩শে জানুয়ারি মোট ৪৭৭.৬৫ টাকা হয়।

বর্তমান সময় দাঁড়িয়েই কোম্পানিটি বিনিয়োগকারীদের অবিশ্বাস্য রিটার্ন দিয়েছে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার শতাংশ। ধরুন যদি ২০০৩ সালের ২রা এপ্রিলে কোম্পানিতে কেউ ১০,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন এবং সেই শেয়ার যদি এতদিন পর্যন্ত রেখে দেন তবে বর্তমানে সে শেয়ারের মূল্য হবে ৫.৩ কোটি টাকা।

এই কোম্পানিটিগত ১০ বছর ধরে বিনিয়োগকারীদের প্রায় ৪৯৫০ শতাংশ রিটার্ন দিয়েছে এবং ২০১৩ সালের ১লা ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার ছিল বোম্বে স্টক এক্সচেঞ্জে প্রায় ৯.৬৮ টাকা যেটা ২০২৩ সালের ২৩ শে জানুয়ারিতে তে সেই শেয়ারেরই দাম বেড়ে দাঁড়ায় প্রায় ৪৭৭.৬৫ টাকায়।

ধরুন একজন ব্যক্তি যদি ২০১৩ সালের ১ লা ফেব্রুয়ারিতে এই কোম্পানিতে ১ লক্ষ টাকার বিনিয়োগ করে থাকেন তাহলে তার মূল্য হবে প্রায় ৪৯.৫৪ লক্ষ টাকা। তবে বলতে গেলেই শেয়ারে কিন্তু যেমন লাভ আছে, তেমনি ক্ষতি হয়েছে। গত ৬ মাস ধরে কোম্পানিটিতে শেয়ারের দাম কিন্তু সর্বনিম্নমুখী ছিল, গত ৩ মাসে শেয়ারের দাম এই কোম্পানির কমে দাঁড়িয়েছে প্রায় ২৫ । এই কোম্পানিটিতে শেয়ারের সর্বোচ্চ দর ৮৩৩ টাকা উঠেছে, অন্যদিকে সর্বনিম্ন দর হয়েছে ৪৬৮ টাকা।