Reliance Jio-র মুকুটে নতুন পালক। Ferrari এবং Coca-Cola-র মতো নামী ব্র্যান্ডের সঙ্গে বিশ্বের পঞ্চম শক্তিশালী ব্র্যান্ড এর নাম হিসেবে উঠে এল রিলায়েন্স জিও। সম্প্রতি ব্র্যান্ড ভ্যালুয়েশন কন্সালটেন্সি Brand Finance-এর গ্লোবাল র্যাঙ্কিংয়ে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিওর এইন্নতুন খ্যাতি প্রাপ্ত হয়েছে । The Brand Finance’s Global 500 র্যাঙ্কিংয়ে মূল্যবান এবং শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রথমেই রয়েছে WeChat। সমীক্ষায় বলা হচ্ছে, ‘2016 সালে প্রতিষ্ঠার পর খুবই দ্রুত ভারতের অন্যতম প্রধান মোবাইল নেটওয়ার্ক অপারেটর হয়েছিল Jio।
400 মিলিয়ন ইউজারকে নিজেদের পরিবারের সদস্য করে সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটরও হয়ে উঠেছে এই টেলকো। ‘খুব কম খরচে ইন্টারনেট পরিষেবা, ফ্রি ভয়েস কলিং-সহ আরও নানা আকর্ষণীয় অফার দিয়ে থাকে জিও। ব্র্যান্ড ভ্যালুয়েশন কন্সালটেন্সি Jio-র এই উন্নতির কারণ জানিয়েছে, ‘ভারতীয়দের হাতে খুবই কম টাকায় 4G পরিষেবা দিয়ে মার্কেটে আগমনের কয়েক মাসের মধ্যেই ঝড় তোলে Jio। পাশাপাশিই ভারতীয়রা ঠিক যে ভাবে ইন্টারনেট ব্যবহার করে, তা যেন এই টেলকো আসার পর থেকে Jio Effect হিসেবেই বিশ্বের কাছে পরিচিত হয়েছে।’
সেইসঙ্গে ব্র্যান্ড ফিনান্স জানিয়েছে, এই সমীক্ষায় বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং স্ট্যাটেজি, বিনিয়োগের মেট্রিক্স, স্টেকহোল্ডার ইক্যুইটি এবং বিজনেস পারফরম্যান্স দেখা হয়। ৩০ টি দেশের প্রায় ২০ টি সেক্টরের মূল্যায়ন করা হয়েছে। এর জন্য স্টেকহোল্ডার ইক্যুইটির অরিজিনাল মার্কেট রিসার্চের ডেটা সংগ্রহ করা হয়েছে। বিশ্বের শক্তিশালী ব্র্যান্ড হিসেবে Ferrari-কে টপকে প্রথমে রয়েছে WeChat। তৃতীয় রাশিয়ান ব্যাঙ্ক Sber এবং চতুর্থ Coca-Cola।
ব্র্যান্ড ফিনান্স-এর অরিজিনাল মার্কেট রিসার্চে আগেও বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে Jio- কথা বলা হয়েছিল। ব্র্যান্ড ফিনান্স এর বক্তব্য , ‘প্রডাক্ট হিসেবে বিভিন্ন অফারে কাস্টোমারদের বিবেচনার পর রূপান্তর, খ্যাতি, মুখের কথায় প্রভাব, উদ্ভাবনী শক্তি, কাস্টোমার সার্ভিস এবং টাকার মূল্য – এই সমস্ত মেট্রিক্সেই ভারবর্ষের অন্যান্য টেলিকম সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে Reliance Jio।’
জিও’র BSI স্কোর 100-র মধ্যে 91.7। সেইসঙ্গে Jio এলিট AAA ব্র্যান্ড স্ট্রেন্থ রেটিংও পেয়েছে। ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড Reliance Jio, যারা আগের চেয়ে 50% উন্নতি কতেছে৷ খুব অল্পদিনেই 4.8 বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করেছে৷
অন্য দিকে 2020 সালে র্যাঙ্কিংয়ে না থাকলেও , 2021 সালে ব্র্যান্ড ভ্যালু গ্রোথ আগের মতো ধরে রেখে প্রথম সারিতেই জায়গা করে নিয়েছে Verizon। Verizon-এর ঠিক পরেই Apple, Amazon এবং Google-এর স্থান।