Skip to content

জিওকে টেক্কা দিতে ভোডাফোন এর নতুন চমক এ প্লানে আপনি পাবেন….

জিও সঙ্গে টেক্কা দেওয়ার জন্য এয়ারটেল আর ভোডাফোন উঠে পড়ে লেগেছে। 2016 তে জিও বাজারে আসার পর থেকে সব কম্পানি গুলি নড়েচড়ে বসেছিল কমে গিয়েছিল ভোডাফোন এয়ারটেল প্লেনের দামও গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবার নতুন অফার নিয়ে এল ভোডাফোন। এক সর্বভারতীয় সংবাদ প্রতিবেদন অনুযায়ী জানা গেছে ভোডাফোনে 398 টাকার প্লানে আপনি পাবেন দিনে 1.4 জিবি করে ডাটা এছাড়া পাবেন 100 টি করে এসএমএস ও আনলিমিটেড কলিং এর সুবিধা এই অফারের ভ্যালিডিটি থাকবে 84 দিনের জন্য। তবে প্ল্যানটি এখন সবাইকার জন্য নয় মুম্বাই, গুজারাট, হিমাচল প্রদেশ,পাঞ্জাব ইত্যাদি জায়গায় চালু করা হয়েছে।আর সাথে আরেকটি অফার রয়েছে ভোডাফোনে যেটিতে পাবেন 399 টাকা রিচার্জে প্লানে পাবেন 1.4 জিবি করে ডাটা মোট 70 দিনের জন্য বাইরে যেতে থাকবে এ প্লানে আপনি পাবেন 100 টি করে এসএমএস এর সুবিধা ও আনলিমিটেড কলিং এর সুবিধা।