আপনার কী জিও সিম আছে ? আপনি কী জিওর গ্রাহক? তাহলে খবরটা হতে পারে শুধুমাত্র আপনার জন্য রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য একের পর এক নতুন নতুন অফার নিয়ে আসছে এর মধ্যেই আরো কিছু গুলি অফার যোগ হবে এবার থেকে । রিলায়েন্স জিও তাদের নতুন প্যান গুলি দিয়েছে সেগুলোর বিষয়ে আপনাদের আজকে আমি বলবো। রিলায়েন্স আপনাদেরকে এই প্লানে 750GB ডাটা পর্যন্ত অফার করছে আর এই রিচার্জ প্ল্যান গুলি আপনারা 999, 1999, 4999 আর 9999 টাকার প্ল্যান পর্যন্ত পাবেন । প্ল্যান গুলির পুরো ডিটেলস নীচে আলোচনা করা হল,
১) রিলায়েন্স জিওর 999 টাকায় প্ল্যান :–
এ প্লানে আপনি পেয়ে যাবেন 90 দিনের বৈধতা তার সাথে 60GB 4g ডাটা আর এবারে প্লানে স্পিড 64kbps, আর এর সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড কল ছাড়া 100 টি করে এস এম এস।
২) রিলায়েন্স জিওর 1999 টাকার প্ল্যান :
এই প্ল্যানটিতে আপনারা পেয়ে যাবেন 168 দিনের বৈধতা তার সাথে এখানে আপনারা পাবেন 125GB ডাটার সঙ্গে প্রতিদিন 100 টি করে এসএমএস।
৩) রিলায়েন্স জিওর 4999 টাকার প্ল্যান।
এ প্লানটি তে আপনি পেয়ে যাবেন 360 দিনের বৈধতা , তার সাথে সাথে 350 জিবি ডাটা এবং প্রতিদিনের জন্য 100 টি করে এসএমএস আর এর সাথে আনলিমিটেড কলিং ।
৪) রিলায়েন্স জিওর 9999 টাকা প্ল্যান :
এই প্ল্যানটিতে বৈধতা হল 360 দিন ,আর এর সাথে আপনারা পেয়ে যাবেন 750gb পর্যন্ত ডাটা তার সাথে আনলিমিটেড কলিং এবং আর 100টি এসএমএস প্রতিদিনের জন্য।