কম টাকায় বেশি ডেটা, ফ্রি কলিং এবং তার সঙ্গেই থাকে আরও একগুচ্ছ অফার, এভাবেই টেলিকম সংস্রহাগুলি নিজেদের আকর্ষণীয় করে তোলে গ্রাহকের কাছে৷ Reliance Jio, Airtel এবং Vi-এর বেশ কিছু প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলিতে 3GB অবধি ডেটা অফার করা হয়। বিনামূল্যে কল করার সুবিধা এবং একগুচ্ছ SMS পাঠানোর অনবদ্য অফার সঙ্গে থাকেই । এই অফারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিন
Reliance Jio 349 টাকার প্ল্যানে আপনি কী কী পাবেন?
• প্রতিদিন 3GB ডেটা সঙ্গে 100 SMS ফ্রি৷
• Jio থেকে অন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি টকটাইম পাওয়া যাবে
• Jio-র 349 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
জিও 401 টাকার প্রিপেইড প্ল্যানে আপনি কী কী পাবেন?
• রোজ 3GB ডেটা ব্যবহার করতে পারেন,
• গ্রাহকদের 6GB অতিরিক্ত ডেটাও অফার করা হয়। IPL 2020-র জন্যই এই প্ল্যানটি মূলত চালু করেছিল Jio।
• জিও থেকে অন্য যে কোনো নেটওয়ার্কেে আনলিমিটেড ফ্রি টকটাইম পাওয়া যায়।
• প্রত্যহ 100 SMS বিনামূল্যেই পাঠানোর সুযোগ পেয়ে যাবেন
• সবথেকে আকর্ষণীয় অফার হল, Disney+Hotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন।
• এই প্যাকটিও ২৮ দিনের জন্য বৈধ
Reliance Jio-র 999 টাকার প্রিপেইড রিচার্জ প্যাকে কী কী পাবেন?
• রোজ 3GB ডেটা ব্যবহার করার সুযোগ
• যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা
• 100 SMS বিনামূল্যে পাঠানোর সুযোগ দেওয়া হয় গ্রাহকদের।
• এই প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ৷
হিংসুটে নেহা, আমার খুশি দেখতে পারবে না তাই বিয়েতে আসেনি -ভাইরাল আদিত্য নারায়ণের ভিডিও
Airtel এর 398 টাকার প্রিপেইড প্ল্যানে কী পাবেন?
• রোজ 3GB ডেটা।
• 28 দিন ভ্যালিডিটি
• যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং রোজ 100 ফ্রি SMS
• Airtel XTream এবং Wink Music-ও গ্রাহকদের বিনামূল্যেই অফার করা হয়।
Vodafone Idea-র 3GB ডেটা প্ল্যান –
Vi-এর 398 এবং 558 টাকার দুটি প্ল্যান রয়েছে, দুটি প্ল্যানেই প্রত্যহ 3GB করে ডেটা অফার করা হয়। এবং এই দুটি প্ল্যানেই দেশের যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যেই কল করা যেতে পারে।
• 398 টাকার প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ
• 558 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিন।