কাশ্মীরে পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকেই ভারতীয় সেনাবাহিনী জম্বু কাশ্মীরের জঙ্গিদের চিহ্ন মুছে ফেলে দিতে তৎপর হয়েছে। যার জন্য একাধিক অভিযান ও চালাচ্ছে ভারতীয় সেনা, চলছে জম্বু কাশ্মীরের জঙ্গিদের তল্লাশি। যার দরুন দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা জেলার ত্রালে গত রবিবার দিন জইশ-ই- মহম্মদের তিন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী। এই তিনজন জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি হিসাবে জানতে পারা গেছে। সোমবার দিন এক সাংবাদিক বৈঠকে সেনা তরফ থেকে লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ঢিল্লো স্পষ্ট জানিয়ে দেন জম্মু-কাশ্মীরের জইশ এর চিহ্ন মুছেই থামবো আমরা এবার।গত 21 দিনে 18 জন জঙ্গিকে খতম করা হয়েছে এদের মধ্যে ছয় জন ছিল জইশ-ই-মহম্মদের কামান্ডার। আটটা পাকিস্তানি জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী।
এছাড়া তিনি জানান জইশের ওই জঙ্গিদের মধ্যে পুলওয়ামা হামলায় মূল ষড়যন্ত্রকারী সাজ্জাদ ও মারা গেছে।আপনাদের সুবিধার্থে বলে রাখি এই সাজ্জাদের গাড়ি নিয়েই পুলওয়ামার হামলা করা হয়েছিল। সেনার তরফ থেকে আরও জানানো হয়েছে রবিবার দিন যে এনকাউন্টারে তিন জঙ্গি নিহত হয়েছিল তাদের মধ্যেই ছিল পুলওয়ামা হামলার মূল চক্রী মুদাস্সির খান। এই দিন জম্বু কাশ্মীরের পুলিশ আইজি জানান সেনা লাগাতার আউট অপারেশন চালানোর জন্য বিগত চার মাসে জঙ্গী দলে নতুন সদস্যদের ভর্তির পরিমাণ কমেছে।সেনার তরফ থেকে আরো একটি কথা ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে তাদের এই অভিযান জারি থাকবে। আর কিছুদিনের মধ্যে কাশ্মীর উপত্যকায় জঙ্গী জইশের চিহ্ন মুছে ফেলবে তারা।