Skip to content

এই প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন জাদেজা। প্রথম ইনিংসে ভারত করল ৬৪৯-৯ ডিক্লিয়ার..

পৃথ্বীর ও বিরাটের সেঞ্চুরির পর এবার, রবীন্দ্র জাদেজা তিনজনের শতরানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত জুড়ে দিয়েছেল ৪ উইকেটে ৩৬৪ রান।এরপর খেলতে নামে দ্বিতীয় দিনে এক ইনিংসে রবীন্দ্র জাদেজা এই রানের মধ্যে পৃথ্বীর সাথে সাথে পূজারা এবং রিশাব পান্থ আর অজিঙ্ক রাহানে। প্রথম দিনে বিরাট ও দ্বিতীয় দিনের শুরুতে রান তুলতে থাকেন রিসাব ,এর ফলে ২৩০ বলে দশটি বাউন্ডারির সাহায্যে ১৩৯ রান হয়ে যায়।কিন্তু কিছুক্ষণ পর মাঠে নামেন রবীন্দ্র জাদেজা।

দুটি সেট ব্যাটসম্যান আউট হওয়ার পরেই রবীন্দ্র জাদেজার কাছে এক বড় লক্ষ্য রাখতে হবে সেই টার্গেট নেন বিরাট কোহলি ,অপরাজিত থাকেন ১০০ রানে । তিনি ১৩২ বলের ইনিংসে ৫টি চার ৫ টি ছক্কা মারেন এবং নট আউট থাকেন।শেষে ৯ টি উইকেটে ৬৪৯ রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে টিম ইন্ডিয়া।বড়ো ক্রিকেটার দের সাথে সাথে আমরা রবীন্দ্র জাদেজার নাম যুক্ত করে থাকি । তিনি আজকের ম্যাচে খেলে প্রমাণ করে দিলেন তিনি ভারতের মধ্য ভাগে খেলা এক অন্যতম খেলোয়াড়।