আরো একবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সামনে সপ্তাহে তাপমাত্রার বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপকূলের জেলা গুলিতে প্রবেশ করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিনে তেমন কোন পরিবর্তন হবে না আবহাওয়ার। তবে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি খুব আশা থাকতে পারে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আগামী তিনদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার ক্ষেত্রেও তেমন কোন পরিবর্তন হবে না। বড়জোর ১° তাপমাত্রা বাড়তে পারে। ২৯ শে জানুয়ারি নাগাদ তাপমাত্রা কমতে পারি সাময়িকভাবেই তবে ৩১ শে জানুয়ারি থেকে আরো একবার তাপমাত্রা বেড়ে যাবে। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরো একবার উঠানামা করবে। বঙ্গোপসাগর দিয়ে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে তাই কুয়াশার সম্ভাবনা রয়েছে এই দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিতে।
আজ ২৬ শে জানুয়ারি বৃষ্টির তেমন সম্ভাবনায় ছিল না। সকাল এবং ভোরের দিকে ঠান্ডা কম ছিল তবে দিন বাড়তে বাড়তে গরম বেড়েছিল। তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পাকিস্তানের এবং সংলগ্ন আফগানিস্তানের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সঙ্গে পাঞ্জাবে এবং সংলগ্ন এলাকার উপর আরো একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
এই পরিস্থিতিতে পশ্চিম হিমালয় ভারী বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরাখন্ডে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ জানুয়ারি নাগাদ উত্তর-পশ্চিম ভারতে পশ্চিম ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে আকাশ এবং ২৯ জানুয়ারি বেশ কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে তুষারপাত হবে। এক নজরে দেখে নিন আজকের তাপমাত্রা কোথায় কেমন ছিল….
আসানসোল ৩১ (২৯.৫)
বহরমপুর ২৭.৬ (২৭.৬)
বাঁকুড়া ৩০.৮ (২৮.৯)
বর্ধমান কোচবিহার ২৭.১ (২৫.৭)
দার্জিলিং ১২ (১২)
কালিম্পং ১৯ (১৭.৫)
দিঘা ২৮.৮ (২৭.৭)
কলকাতা ২৯.২ (২৮.৯)
দমদম ৩০.২ (২৮.৭)
কৃষ্ণনগর ২৯.৮
মালদহ ২৫.৮ (২৫.৭)
মেদিনীপুর ৩০.৫ (২৮.৭)
শিলিগুড়ি ২৭.৫ (২৭.৫)
শ্রীনিকেতন ২৮.৮ (২৮)
সুন্দরবন ২৬.৫ (২৬.৫)