ভুয়ো ফোন কল, মেসেজ, এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানানোর কথা এখন প্রায় শোনা যায়৷ স্ক্যামের ফাঁদে পা দিয়ে কেউ সর্বস্ব খুইয়েছেন এমন মানুষও আছেন৷ কিন্তু একটি আইফোন কেলেঙ্কারীর (iPhone Scam) কথা জানা গেল যা সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে।
জানা যাচ্ছে, জালিয়াতরা ম্যাক্সিমাম রিটেল প্রাইসের অর্ধেক দামে আইফোন কেনার প্রলোভন দেখিয়েছে ভুয়ো আইফোন বিক্রির চেষ্টা করছে। হিতেশ প্যাটেল ওরফে নীল প্যাটেল নামের এক ব্যক্তির নাম জানা যাচ্ছে, ইতিমধ্যেই ভারত ছাড়াও অন্যান্য দেশে জালিয়াতির রেকর্ড রয়েছে এই ব্যক্তির৷ অল্ট নিউজ (ALT News) ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এই আইফোন স্ক্যামের প্রচার করা হয়। স্ক্যামাররা টুইট করে ‘বিগেস্ট সেল’। এই সেলে ৫১,৯৯০ টাকা মূল্যের iPhone 11 হ্যান্ডসেটটি ২৬,৯৪৯ টাকায় এবং ১,১৯,৯৯০ টাকা মূল্যের iPhone12 মাত্র ৬৭,৪৪৯ টাকায় বিক্রি করা হচ্ছে জানানো হয়৷
নীল প্যাটেল এর স্কোয়াক্স মিডিয়া (Squeaks Media) নামে একটি অ্যাপের মাধ্যমেও এই ভুয়ো অফার প্রচার করা হয়েছে ‘স্বদেশী’ সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে পরিচয় দিয়ে৷ এবং সেখানে কম দামে আইফোন বিক্রির সপক্ষে কিছু যুক্তি দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বদেশ সম্পর্কিত আবেগকে ব্যবহার করা হয়েছে।
প্রচারে বলা হয়েছে যে, যেহেতু কোম্পানিটি সদ্য চালু হয়েছে, তাই এটি ব্যবসার প্রথম এক হাজার দিন লাভ নয়, সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চাইছে। তাই এত কম দামে ফোন দিচ্ছে৷
বছর ৫-৬ আগের ‘ফ্রিডম ২৫১’ স্ক্যাম হয়েছিল৷ ২৫১ টাকার বিনিময়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
Shivaji Jayanti 2021: ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী স্মরণে তার জীবন সম্পর্কে ৮ টি অজানা তথ্য
নতুন স্ক্যামে ইতিমধ্যে ৮ হাজারেরও বেশি আইফোন অর্ডার করা হয়েছে বলে জানা গিয়েছে, টাকার পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। ক্রেতাদের বলা হয়েছে, আগামী তিন-চার সপ্তাহের মধ্যে অর্ডারটি হাতে পাবেন, কারণ সেলার এত অর্ডার একসাথে দিতে পারছে না৷
Do read the launch offer carefully!
Keep #AtmanirbharBharat & #VocalForLocal in mind while reading this emotional and patriotic reason on why iPhone would cost less if you buy from @SqueaksMedia @NaaradPay by @nto1927 ji. 😭😭 pic.twitter.com/U2exf9vuT0— Mohammed Zubair (@zoo_bear) February 16, 2021
অতএব, ইন্টারনেটে এই ধরণের যেকোনো সেল বা অফারে ভরসা করার আগে যাচাই করুন৷ ব্যাংক ডিটেইলস শেয়ার করবেননা। মনে রাখবেন সামান্য অসাবধান হলেই পকেট খালি হয়ে যেতে বেশি সময় লাগবে না!