Skip to content

গোল্ড রিজার্ভে কত নম্বরে রয়েছে ভারতের নাম ? জানুন কোন দেশের কাছে রয়েছে সবচেয়ে বেশি সোনা

reserve bank of india (2)

প্রত্যেক ভারতীয়র কাছে সোনা(Gold) এমন একটি দুর্লভ রত্ন যা পাবার আশা করেন প্রত্যেকে। কিন্তু এই যে কোটি কোটি ভারতবাসী(Indian) প্রতিনিয়ত সোনা কেনাবেচা করছেন তাতে কি আমাদের সোনার ভান্ডার ফুরিয়ে যাবে? যদি ফুরিয়ে যায় তাহলে তা কত দিনের মধ্যে ফুরিয়ে যাবে? এমন অনেক প্রশ্ন ঘোরাফেরা করে আমাদের মনের মধ্যে।

gold

আসুন আজ জেনে নেওয়া যাক কোন দেশের (Country) কাছে সবথেকে বেশি সোনা, মজুদ করা রয়েছে। বেশ কিছু মাস ধরে সোনার দাম এতটাই ঊর্ধ্বমুখী যে সাধারণ মানুষ এই দুর্লভ ধাতু কেনার আগে পাঁচবার ভাবছেন। যেকোনো দেশের শোনা মজুর থাকে সেই দেশের সেন্ট্রাল ব্যাংক গুলিতে। এই সোনা গুলি হ্যাজ ফান্ড হিসাবে ব্যবহার করা হয়।

ওয়ার্ল্ড এবং স্ট্যাটিসটিকস টুইটারে গোটা পৃথিবীর সোনার রিজার্ভের লিস্ট জারি করেছে যে পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, পৃথিবীতে সবথেকে বেশি সোনার ভান্ডার রয়েছে আমেরিকায়। আমেরিকায় ৮১৩৩ মেট্রিক টন গোল্ড জমা করা রয়েছে সেই দেশের ব্যাংকগুলিতে। আমেরিকার পর জার্মানির কাছে রয়েছে ৩৩৫৫ মেট্রিক টন গোল্ড।

gold (1)

এরপর তৃতীয় স্থান রয়েছে ইটালি, যার গোল্ড রিজার্ভে রয়েছে ২৪৫২ মেট্রিক টন সোনা। চতুর্থ স্থান অর্জন করেছে ফ্রান্স যার গোল্ড রিজার্ভে রয়েছে ২২৯৯ মেট্রিক টন সোনা। পঞ্চম স্থানে রয়েছে চীন যার কাছে রয়েছে ২০১১ টন গোল্ড। সুইজারল্যান্ড রয়েছে ষষ্ঠ স্থানে, যার কাছে ১০৪০ টন সোনা রয়েছে। জাপানের কাছে রয়েছে ৮৪৬ টন সোনা। এই তালিকায় নবম স্থানে রয়েছে ভারত বর্ষ ৭৮৭ টন সোনা নিয়ে।

ভারতের পর রয়েছে নেদারল্যান্ড, সৌদি আরব, তুর্কি, ইউকে, স্পেন, সিঙ্গাপুর, ব্রাজিল, সুইডেন এবং পোল্যান্ড।