Skip to content

ইন্ডিয়ান অয়েলে নিয়োগ করা হচ্ছে 1200এর বেশি শিক্ষানবিশ, আবেদন অনলাইনের মাধ্যমে…

ভারতের অন্যতম রাষ্ট্র সংস্থা ইন্ডিয়ান অয়েল করপরেশন 1200 বেশি বাণিজ্যিক শিক্ষানবিশ নিচ্ছে বলে খবর সূত্রে জানা গেছে। এই রাষ্ট্রয়ত্ত সংস্থাটি জানিয়েছেন অনলাইনে আবেদনের শেষ তারিখ হল 9 অক্টোবর। এবং তারা আরও জানিয়েছেন আবেদন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করার পর তার প্রিন্ট আউট বার করে স্বাক্ষর করে। এবং তার নিজের ছবি সহ আনুষাঙ্গিক পরিচয় পত্র 17 ই নভেম্বরের মধ্যে ডাক মাধ্যমে তাদের কাছে পাঠাতে হবে।বিভিন্ন পদে স্নাতক,ডিপ্লোমাধারী এবং মাধ্যমিক উত্তীর্ণ রা আবেদন জানাতে পারেন।

অনুমান করা হচ্ছে যে 18 নভেম্বর শিক্ষানবিশ নিয়োগের লিখিত পরীক্ষা হতে পারে। এবং এর ফলাফল আগামী 27 নভেম্বর ঘোষণা করা হতে পারে। কর্তৃপক্ষ সূত্রে খবর আগামী ডিসেম্বর মাসের মধ্যে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার এ ডাকা হতেও পারে।সংস্থা সূত্রে জানানো হয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর অনুপাত 85:15 নির্ধারিত করা হয়েছে। উভয় বিভাগে প্রার্থীদের সর্বনিম্ন 40 শতাংশ নম্বর পেতে হবে। ইনডিয়ান অয়েলের গুয়াহাটি, ডিব্রুগড়,   বারৌণি, হলদিয়া,মথুরাস পানিপথ, পারাদ্বীপ, বঙ্গাইগাও এর যেকোনো সংশোধনাগারে শিক্ষা আনবে হতে চেয়ে আবেদন করতে পারে প্রার্থীরা।