Skip to content

ভারত সরকারের নতুন পদক্ষেপ কী ? জানতে পড়ুন…

ব্ল্যাক মানির ওপর করা প্রহারের পর ভারত সরকার এখন কিছু নতুন নোট আনতে চলেছে এর মধ্যে একটি নতুন নোট আসতে চলেছে 100  টাকার । ইতিমধ্যেই RBI লঞ্চ করে দিয়েছে তার 2000 টাকা 500 টাকা 10 টাকা 50 টাকার অনেকগুলি নতুন নোট। এরই মধ্যে আরেকটি নতুন নোট যা মার্কেটে আসতে চলেছে তা হলো 100 টাকার। এই নোট টির মধ্যে গান্ধীজীর নিউ সিরিজ এর ছবি ব্যবহার করা হয়েছে। এই নতুন 100 টাকার নোটটি তে RBI এর বর্তমান গভর্নর Urjit Patel সাইন থাকতে চলেছে। মনে করা হচ্ছে নটি হালকা বেগুনি রংয়ের। নোটটির পিছনের অংশে গুজরাতের Patil জেলায় অবস্থিত “রানী কি ভাও” এর চিত্র থাকবে।

RBI এর তরফ থেকে জানা যাচ্ছে পুরনো 100 টাকার নোট গুলির উপর লিগাল টেন্ডার (legal tender) জারি থাকবে অতএব ওই পুরনো নোট গুলো বাজারে ব্যবহার করা যাবে এবং এর সাথে নতুন নোট গুলি ও বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে।।