অন্যবারের পারা এবারও পাকিস্তানের আরো এক মিথ্যা হল ফাঁস। এবার জম্মু-কাশ্মীরে বড়োসড়ো সফলতা পেল ভারতীয় সেনাবাহিনী। সীমান্ত পার করে ভারতে ঢুকতে হওয়ার আসা পাকিস্তানি জঙ্গিকে খতম করেছে সেনা। এভাবে সীমান্তে অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার চেষ্টা বানচাল করল ভারতীয় সেনা। সূত্রের খবর থেকে জানতে পারা যায় খতম করা হলো 5 থেকে 7 জঙ্গি ও পাক জওয়ানকে।এই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে হাতিয়ার ও বিস্ফোরক।
জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কেরান সেক্টরে অনু্প্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিমের সদস্য ও জঙ্গিরা। 36 ঘণ্টার মধ্যে সেই অনু্প্রবেশের চেষ্টা বাতিল করেছে ভারতীয় সেনা। খতম করা হয়েছে 5-7 জন পাকিস্তানিকে। তাদের ছবিও দিয়েছে ভারতীয় সেনা। তবে দুপক্ষের গুলিবর্ষণ চলায় দেহগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। সেনার মুখপাত্র জানান, পাকিস্তান কাশ্মীরের শান্তি ভঙ্গ করার জন্য এবং অমরনাথ যাত্রীদের উপরে হামলা করার জন্য জঙ্গিদের ভারতে ঢোকার জন্য সাহায্য করছে।
In the last 36 hours, Indian Army has foiled an infiltration attempt by a Pakistani BAT (Border Action Team) squad in Keran Sector. 5-7 Pakistani army regulars/terrorists eliminated, their bodies are lying on the LoC, not retrieved yet due to heavy firing. (Source: Indian Army) pic.twitter.com/gBa89BuQ0M
— ANI (@ANI) August 3, 2019
যখন থেকে গোয়েন্দা সূত্রে অমরনাথ যাত্রায় হামলা নিয়ে খবর পাওয়া গেছে তারপর থেকেই সেনারা আগের তুলনায় আরো বেশি একটিভ হয়ে নজরদারি রাখছে।সূত্র অনুযায়ী পাওয়া খবর থেকে জানতে পারা যাচ্ছে সেনারা প্রতিটি রাস্তায় কড়া নজরদারি রাখছে এর আরপিএফ এর জওয়ানেরা খাবার, জল এর ট্রাক গুলোকে বিশেষ ভাবে পর্যবেক্ষণ করছে। আর সেনারা এই ভাবে চিরুনি তল্লাশিতে একটি ট্রাক থেকে আমেরিকার স্নাইপার রাইফেল, পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বানানো অ্যান্টি মাইন এবং প্রচুর পরিমাণে বিস্ফোটক উদ্ধার করেছিল। এছাড়াও আইইডি সমেত কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারও করেছিল সেনা। আর অন্যদিকে গোয়েন্দা সূত্রে রিপোর্ট অনুযায়ী জানতে পারা গেছে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই ইব্রাহিমকে পাক অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকবার লক্ষ্য করা গেছে।
এছাড়া জইশ ই মহম্মদের 15 জন ট্রেনিংপ্রাপ্ত জঙ্গি পেশাওয়ার খাইবার পাখতুনখাওয়া এর জঙ্গি ক্যাম্পে পৌঁছে গেছে বলে জানতে পারা গেছে। সূত্রের খবর অনুযায়ী আরো জানতে পারা গেছে এই 15 জন জঙ্গি জম্মু-কাশ্মীরে ঢোকার জন্য প্রস্তুত হয়েছে। গত শুক্রবার দিন প্রেস কনফারেন্সের লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ঢিলোন জানান, কাশ্মীরে যেভাবে সেনারা তৎপরতা দেখিয়ে জঙ্গি দমন করেন তাতে জঙ্গিদের হামলার ছক বানচাল হয়েছে। এছাড়া সেনা তল্লাশি অভিযান এর দরুন অমরনাথ যাত্রীদের ওপর পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন গুলোর হামলা চালানোর প্ল্যান ভেস্তে গেছে।