Skip to content

বিশ্বের সপ্তম প্রাচীনতম দেশ ভারত, প্রথম নাম শুনলে অবাক হয়ে যাবেন

আপনি কি ভারতবাসী?? আপনি কি আপনার দেশকে ভীষণ ভালোবাসেন? আপনি কি আপনার দেশের সম্পর্কে সবকিছু জানেন? আপনি কি জানেন ভারত বিষের সপ্তম প্রাচীনতম দেশ? জানতেন না তাইতো? সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকা অনুযায়ী জানা গেছে, ভারতের প্রাচীনতম সরকারের প্রমাণ পাওয়া গেছে খ্রিস্টপূর্বাব্দ ২০০০ সালের সময় থেকে।

ভারতীয় রীতিনীতি এবং সংস্কৃতির প্রতি সর্বদাই উদাসীন পশ্চিমের দেশ গুলি। পশ্চিমে দেশ গুলির কাছে ভারত একটি অনুন্নত দেশ। ভারতের ঐতিহাসিক গুরুত্ব আজও আমাদের কাছে অজানা। তবে এবার পরিবর্তন এসেছে এবং নতুন ইনডেক্সে জানা গেছে, পৃথিবীর প্রাচীনতম দেশ হলো ইরান, যা নাকি ৩২০০ খ্রিস্টপূর্বাব্দ সময়কাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ যে তালিকা প্রকাশ করেছে বিশ্বের প্রাচীনতম সরকারের ওপর ভিত্তি করে সেখানেই দেখা গেছে ভারত রয়েছে সপ্তম স্থানে। এছাড়াও বহু দেশের নাম রয়েছে চলুন আপনাকে একবার প্রত্যেকটি দেশের নামের সঙ্গে পরিচয় করিয়ে দি….

তালিকায় ভারত তো বটেই, সাথে ইরান, চীন সহ বহু দেশের নাম রয়েছে….

১) প্রথম স্থান ইরানের (৩,২০০ খ্রিস্টপূর্বাব্দ)
২) মিশর, অর্থাৎ ইজিপ্ট রয়েছে দ্বিতীয় স্থানে (৩১০০ খ্রিস্টপূর্বাব্দ)।
৩) ভিয়েতনাম (২৮৭৯ খ্রিস্টপূর্বাব্দ)।
৪) আর্মেনিয়া (২৪৯২ খ্রিস্টপূর্বাব্দ)।
৫) উত্তর কোরিয়া (২৩৩৩ খ্রিস্টপূর্বাব্দ)।
৬) চিন (২০৭০ খ্রিস্টপূর্বাব্দ)।
এরপর ৭ম স্থানে রয়েছে ভারত (২০০০ খ্রিস্টপূর্বাব্দ)।
ভারতের পরে রয়েছে জর্জিয়া (১৩০০ খ্রিস্টপূর্বাব্দ), নবম স্থানে ইজরায়েল (১৩০০ খ্রিস্টপূর্বাব্দ) এবং দশম স্থানে সুদান (১০৭০ খ্রিস্টপূর্বাব্দ)

এছাড়াও সসার্বভৌমত্বের সময়ের ভিত্তিতে, প্রথম স্থান অধিকার করেছে জাপান, দ্বিতীয় স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে রয়েছে সান ম্যারিনো, চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া। জানিয়ে রাখি, স-সার্বভৌমত্ব হল, যখন দেশের মানুষই বহিরাগতদের ছুঁড়ে ফেলে দিয়ে দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।