Skip to content

বঙ্গোপসাগরে আবার উপক্রম নিম্নচাপের দুদিন টানা বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির আগমন দক্ষিণবঙ্গে।

তিতলির প্রকোপ কেটে দূর্গা পূজা শেষ হয়ে ।দীপাবলীর ঠিক আগে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হল বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশে এবং মধ্য পশ্চিমাংশে দুটি নিম্নচাপ এর অক্ষরেখা সক্রিয় হয়েছে। এই নিম্নচাপ দুটির প্রভাবে দক্ষিণ বাংলার বেশ কয়েকটি জেলায় ভারী অথবা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এই জেলাগুলির মধ্যে প্রকোপের হার বেশি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে।এই জেলাগুলি ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং সামান্য বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকা গুলোতে।

ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা কালো আকাশের নিচে ঢেকে গেছে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি খবর রয়েছে নিম্নচাপের বৃদ্ধি, গতি, বল বারলে সমুদ্র বিক্ষিপ্ত ভাবে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে বিরাজমান মৎস্যচাষীদের আজ রাতের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।এবং আজ রাতের পর মৎস্য চাষী বা অন্যান্য ব্যবসায়ী অথবা কোন রকম টুরিস্তের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।নিম্নচাপ শেষে উত্তুরে হাওয়ার প্রকোপ বাড়বে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা পড়বে ঠান্ডা এবং শীতের আমেজ দেখা যাবে এই নিম্নচাপের পর।