Skip to content

লবঙ্গ ব্যবহারের উপকারিতা জানলে আজই ব্যবহার করতে শুরু করবে লবঙ্গের।

লবঙ্গ আমরা অনেক সময় মসলা তে ব্যবহার করে থাকি। কিন্তু এই ছোট লবঙ্গের মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে যা আমরা অনেকেই হয়তো জানি না। আসুন আমরা লবঙ্গের গুনাগুন সম্পর্কে আলোচনা করি।
1. বর্তমানে অনেকেই আমরা দাঁত ব্যথার যন্ত্রণায় ভূগে থাকি। যদি আপনিও এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে দু’চারটে লবঙ্গ থে তা দাতে রাখুন দেখবেন অনেক আরাম পাবেন।
2. হাঁটু,পিঠ বা হাড়ের জয়েন্টে যন্ত্রণা করলে লবঙ্গ গরম করে লাগান যন্ত্রণা অনেকটা কমে যাবে।


3. যদি আপনার প্রায়ই বমি বমি ভাব লাগে তাহলে লবঙ্গের সাথে মধু মিশিয়ে খান এই সমস্যা থেকে দূরে থাকবেন।
4. ঠান্ডা লাগা হাঁপানি সাইনাস ইত্যাদি সমস্যায় যদি আপনি ভোগেন তাহলে লবঙ্গ দেওয়া চা খান।
5. আমাদের অনেকেরই মুখের থেকে অনেক দুর্গন্ধ বেরোয়।এই দুর্গন্ধ দূর করতে লবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।