আজ ২৭ মার্চ থেকে শুরু হয়েছে বিধানসভা ভোটের প্রথম পর্ব। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এবার ভোটগ্রহণপর্ব যাতে সুষ্ঠুভাবে হয় সেই দিকে নজর দিল নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রথম পর্ব আজ থেকে শুরু হয়ে গেছে। প্রথম দিনেই ভোটগ্রহণ চলছে রাজ্যের বেশকিছু স্পর্শকাতর’ এলাকায়। জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই জন্য প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে নির্বাচন কমিশন মোতায়েন রেখেছে পর্যাপ্ত পুলিশ, নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনীকে। করোনাকালে ভোট গ্রহণ যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য কোনো দিকে খামতি রাখেনি নির্বাচন কমিশন।
ভোটগ্রহণের সময় নিরাপত্তা ব্যবস্থার ভালো রাখার পরেও নির্বাচন কমিশন নজর দিয়েছে ভোট দিতে এসে সাধারণ মানুষদের যাতে সমস্যায় না পড়তে হয়। এই কাজের জন্য তারা ফোনের ব্যবস্থা রেখেছে। ভোট দিতে গিয়ে যদি ভোটাররা কোনো সমস্যার সম্মুখীন হন তবে এক ফোনেই তারা যোগাযোগ করতে পারবে নির্বাচন কমিশনের বিভিন্ন প্রতিনিধিদের সাথে। আর খুব তাড়াতাড়ি তারা সমস্যা থেকে মুক্তি পাবেন।
এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন কেন্দ্রে কোন কোন নম্বরে ফোন করলে পাওয়া যাবে নির্বাচন কমিশনের সেই প্রতিনিধিদের–
১) রানিবাঁধ- গোবিন্দ মারুতি বোদকে (9730684666)
২) রাইপুর- সুহাস কৃষ্ণ দিওয়াসে (9822596967)
৩) শালতোড়া- কে এল বাচানি (9099996588)
৪) ছাতনা- ঊষা পারমার (9425408275)
পুরুলিয়া
১) বন্দোয়ান এবং মানবাজার- ঝনঞ্জয় হেমব্রম (9437147811)
২) বলরামপুর ও পুরুলিয়া- জ্যোতি কলস (9958052647)
৩) বাগমুন্ডি এবং জয়পুর- ইসরায়েল ওয়াতরে ইনগিটি (7005603837)
৪) কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর- সঞ্জয় দুবে (8986915015)
পশ্চিম মেদিনীপুর
১) খড়গপুর- গোপাবন্ধু সতপথি (9437101022)
২) দাঁতন এবং কেশিয়ারি- সুশীল কুমার (9412050009)
৩) গড়বেতা এবং শালবনি- ড. রঞ্জিত কুমার সিনহা (8395889311)
৪) মেদিনীপুর- মহেন্দ্র কুমার প্রকাশ (8509952549)
পূর্ব মেদিনীপুর
১) পটাশপুর- জয় কৃষন আভির (9896088500)
২) এগরা- ড. জগদীশা কেজি (9448899126)
৩) ভগবানপুর- সুশীল খদেকার (9130023444)
৪) কাঁথি উত্তর এবং খেঁজুরি- অরুণ শেখরি (9872221702)
৫) কাঁথি দক্ষিণ এবং রামনগর- সঞ্জয় মীনা (8411866073)
ঝাড়গ্রাম
১) নয়াগ্রাম- এম জি রাজামণিকরন (9446959894)
২) গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম- এস সত্যনারায়ন (8096862999)
৩) বিনপুর- কে এস কান্দাস্বামী (9677021178)
পুলিশ পর্যবেক্ষককে অভিযোগ জানাতে হলে ফোন করুন:
পূর্ব মেদিনীপুর
১) পটাশপুর, এগরা,ভগবানপুর, কাঁথি উত্তর, খেঁজুরি, কাঁথি দক্ষিণ এবং রামনগর- মধুকর পাণ্ডে (9833330666)
ঝাড়গ্রাম
১) নয়াগ্রাম. গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বিনপুর- শশীপ্রভা দ্বিবেদী (9592912018)
পশ্চিম মেদিনীপুর
১) খড়গপুর, দাঁতন এবং কেশিয়ারি- টি কান্দাস্বামী (8509961083)
২) গড়বেতা, শালবনি এবং মেদিনীপুর- জি আখেত সেমা (8119891342)
পুরুলিয়া
১) বন্দোয়ান, মানবাজার, বলরামপুর ও পুরুলিয়া- চঞ্চল শেখর (8800611677)
২) বাগমুন্ডি , কাশীপুর, পাড়া, রঘুনাথপুরএবং জয়পুর- সঞ্জীব কুমার নরজারি (9672700111)
বাঁকুড়া
১) রানিবাঁধ, রাইপুর, শালতোড়া, ছাতনা- জিতেন্দ্র মিশ্র (9931845951)
ভোটাররা শুধু যে এই প্রতিনিধিদের নম্বরে অভিযোগ জানাতে পারবেন তা নয় এর পাশাপাশি যেকোনও সমস্যার জন্য নির্বাচন কমিশনের Help line নাম্বার 1950 তে ফোন করতে পারেন তারা। এছাড়াও ভোটাররা নির্বাচন কমিশনের https://cvigil.eci.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন।