Skip to content

কেমন কাটবে আপনার এ সপ্তাহ? দেখে নিন সাপ্তাহিক রাশিফল!

মেষ- অন্যদের কাছ থেকে সাহায্য পেতে পারেন । খরচ ভেবে শুনে করুন ৷ কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কাছের মানুষের পরামর্শ নিন ৷ কেরিয়ারের অগ্রগতির জন্যও এসপ্তাহটা যথেষ্ট ভাল টাকা আসর সম্ভবনা রয়েছে ৷ প্রেম-প্রীতির জন্য সপ্তাহটা আপনার ভালই যাবে ৷

বৃষ- চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ হতে পারে। কঠোর সিদ্ধান্ত নিন, ভাগ্য আপনার সাথে থাকবে । তবে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান হয়ে যান ৷ বিয়ের প্রস্তাব আসতে পারে। পরিজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন ৷ এসপ্তাহে কাজের চাপ অনেক বেশি হবে তাই আগে থেকেই প্রস্তুত হতে যান৷

মিথুন- অর্থলাভের সম্ভবনা রয়েছে এসপ্তাহে। তবে কোনও কাজে তাড়াহুড়ো করবেন না, লোকসান হতে পারে । কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আপনার কাঁধে পড়তে পারে তাই আগে থেকে প্রস্তুত হতে যান ৷ তবে সেটা আপনার কেরিয়ারের জন্য লাভ জনক হবে ৷ রোম্যান্সের জন্য এসপ্তাহ মঙ্গল ৷

সিংহ- চলতি সপ্তাহের সাফল্যের প্রচুর যোগ রয়েছে। বিনা টেনসন করে চাকরি অথবা ব্যবসায় কোনও বিশেষ কাজ সম্পন্ন করতে পারেন। আয়ের সম্ভাবনাও রয়েছে, কিন্তু খরচ হতে পারে তাই খরচ কমানোর চেষ্টা করুন।

কন্যা- চলতি সপ্তাহে উন্নতির ভীষণ যোগ রয়েছে। ধনলাভ হবে নিশ্চিত। সপ্তাহের মাঝে মাঝে শুভ যোগ রয়েছে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে ,আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করুন ।

বৃশ্চিক- নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করে নেবেন । কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে । অতিরিক্ত আয়ের সম্ভবনা রয়েছে ।সিঙ্গলদের জন্য এসপ্তাহটা দারুণ হতে চলেছে ৷ নতুন সঙ্গী পেতেও পারেন ৷ নতুন চাকরির জন্য চেষ্টা করুন কিন্তু ,কিন্তু তাতে সফল সেভাবে নাও হতে পারেন৷

ধনু- পরিচিত কারও সহযোগিতা পেতে পারেন। নতুন পরিকল্পনা করুন । তাতে লাভবান হতে পারেন । চাকরিজীবী ও ব্যবসায়ীরা সুযোগ পাবেন । পার্টনারকে সময় দিন , সময় ভালই যাবে ।