বর্তমানে সব থেকে জনপ্রিয় মেসেজ অ্যাপ Whats App এর দ্বারা সকল যাত্রিরা ট্রেনের টিকিট এবং রানিং স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। Make My Trip এর সাথে হাত মিলিয়ে ভারতীয় রেল এই নতুন ফিচার লঞ্চ করছে। বর্তমানে ভারতের প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারী দের ফোনে WhatsApp রয়েছে।
WhatsApp থেকে কিভাবে লাইভ ট্রেন স্ট্যাটাস এবং PNR স্ট্যাটাস যেভাবে দেখতে হবে –
স্টেপ 1। নিজের ফোনে WhatsApp আপডেট করে নিতে হবে।
স্টেপ 2। এর পরে নিজের ফোনে MakeMy Trip এর নম্বর সেভ করুন।
স্টেপ 3। WhatsApp এ MakeMy Trip এর সাথে নতুন চ্যাট শুরু করুন।
স্টেপ 4। এবার সেই চ্যাটে যে ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখতে চান সেই ট্রেনের নম্বর লিখে সেন্ড করে দিতে হবে।
স্টেপ 5। আবার যদি কেউ PNR স্ট্যাটাস দেখতে চান তারা সেই চ্যাটে PNR নং দিয়ে সেন্ড করে দিতে হবে।
এর ফলে রেলর টোল ফ্রি নং 139 এ ফোনের চাপ অনেকটা কমবে বলে অনুমান করা হয়েছে। তাছাড়া আলাদা করে কাওকে কোনো apps ইন্সটল করতে হবে না।