মায়া নগরী মুম্বাইতে প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার ব্যক্তি নিজের স্বপ্ন পূরণ করার জন্য আসেন। কিছু কিছু মানুষের স্বপ্ন পূরণ হয় আবার কিছু মানুষের হয় না। তবে যে সমস্ত মানুষের স্বপ্ন পূরণ হয়, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ রাতে জনপ্রিয়তা অর্জন করলেও নিজের সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেন না। বলিউডে জনপ্রিয়তা অর্জন করার পরেও হারিয়ে যাওয়া এই তারকার মধ্যে একজন হলেন ভূমিকা চাওলা।
অভিনেত্রী ভূমিকা চাওলা খ্যাতির শিরোনামে পৌঁছেছিলেন সালমান খানের বিপরীতে “তেরে নাম” সিনেমাতে অভিনয় করে। সালমান খানের হাত ধরেই বলিউডে প্রবেশ করেছিলেন তিনি। অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রথম সিনেমাতে অভিনয় করার পর। রাতারাতি একজন নামি অভিনেত্রীতে পরিণত হয়ে গিয়েছিলেন তিনি। তবে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি।
“তেরে নাম” সিনেমাটি মুক্তি পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন, বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হতে চলেছেন ভূমিকা চাওলা কিন্তু তেমনটা হয়নি। “তেরে নাম” সিনেমার পর বেশ কয়েকটি সিনেমাতে তিনি অভিনয় করলেও তেমন ভাবে নজর কাড়তে পারেননি তিনি। রান, সিলসিলা, দিল নে জিসে আপনা কাহা, সিনেমাতে অভিনয় করলেও তেমন ভাবে নিজেকেই প্রমাণ করতে পারেনি ভূমিকা।
বিভিন্ন সিনেমাতে অভিনয় করলেও সেই সিনেমাতে অভিনেতাদের অভিনয় সব সময় ভূমিকাকে ছাপিয়ে যেত। কখনো সালমান তো কখনো অভিষেক, নিজেকে প্রমাণ করার বারবার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন অভিনেত্রী। বারবার ব্যর্থতার জন্য তিনি অবশেষে বলিউড ছেড়ে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। একটা সময় তেলেগু, তামিল এবং মালায়ালাম সিনেমাতে চুটিয়ে অভিনয় করেছিলেন তিনি।
বলিউডে তিনি সর্বশেষ অভিনয় করেছেন মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে। এই সিনেমায় সুশান্ত সিং রাজপুতের দিদির ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। বলিউডে সেইভাবে অভিনয় না করতে পারলেও কিন্তু আজও আমরা ভূমিকাকে মনে রেখেছি নির্ঝরার চরিত্রের জন্য। কিছু কিছু চরিত্র এমন হয় যা আমাদের সারা জীবন মনে থাকে এটিও তেমন একটি চরিত্র ছিল।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি তিনি যোগব্যায়াম শেখাতেন এবং সেখানেই ভরত ঠাকুরের সঙ্গে তার আলাপ হয়। দীর্ঘদিনের প্রেম, অবশেষে ২০০৭ সালে বিবাহ করেন তারা। বিয়ে সাত বছর পর প্রথম সন্তানের জন্ম হয়। বর্তমানে স্বামী এবং সন্তান নিয়ে সুখে সংসার করছেন ভূমিকা।