Skip to content

জিও গ্ৰাহকদের জন্য এলো এক সুখবর।এবার থেকে আপনিও পাবেন…

গ্রাহকদের জন্য এল সুখবর জিও নিয়ে এল গণেশ চতুর্থীতে নতুন দুর্দান্ত প্ল্যান এ প্লানে আপনিও পেতে পারেন।গণেশ পূজার মধ্যে বড় উপহার বাজারে আনল রিলায়েন্স জিও, এই নতুন ডাটা প্যাকেজ এ গ্রাহকদের জন্য দেওয়া হবে আকর্ষণীয় ডাটা ঘোষণা করলেন জিও নেটওয়ার্ক। গত বুধবার জিও 299 টাকার নতুন একটা প্ল্যান এসেছে যার মাধ্যমে তিন মাসের জন্য আপনি পাবেন 126 জিবি ডাটা অর্থাৎ প্রতি মাসে 42 জিবি করে ডাটা পাবেন সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও মেসেজের সুবিধা।তবে আপনি এই অফারটি তখনই পাবেন যখন আপনি MY JIO অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিচার্জটি করবেন। My Jio তে 399 টাকার রিচার্জে 100 টাকার ক‍্যাশ ব‍্যাক দেওয়া হবে টাকাটা মাই জিও অ্যাপ্সের ওয়ালেটে যুক্ত হবে। সেই সঙ্গে গ্রাহকদের জন্য আরও 2 জিবি অতিরিক্ত ডাটা দেওয়ার ঘোষণাও করা হয়েছে এই অফার চলবে 22 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের।