Skip to content

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ক্লাস এইট পাশ ও মাধ্যমিক পাশেদের জন্য সরকারি চাকরি। আরো জানতে…

বন্ধুগন আপনাদের জানাই আমাদের পেজে শুভ অভিনন্দন ।আপনিও যদি চাকরির প্রতীক্ষায় রয়েছেন যদি আপনার যোগ্যতা এইট পাস বা মাধ্যমিক পাস তাহলে খবরটা হতে পারে আপনার জন্যে। পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে একটা বিরাট আপডেট উঠে এসেছে। উত্তর ২৪ পরগনায় নৈহাটিতে রয়েছে কিছু বিশেষ সরকারি চাকরি,তার মধ্যে রয়েছে পাম্প অপারেটর, ড্রাইভার, ক্লার্ক ও তার সাথে সাথে জেনারেল মজদুর, সরকারের বিভাগ থেকে জানানো হয়েছে নূন্যতম বেতন হল ১৭০০০ টাকা। জেনারেল পোস্ট এর জন্য আপনার ন্যূনতম যোগ্যতা এইট পাস হলেই চলবে কিন্তু বাকি গুলোর জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হবে।যদিও চাকরি গুলোর জন্য নূন্যতম বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত । হ্যাঁ আপনার জন্য বিশেষ সুযোগ থাকতে পারে যদি আপনি তপশীল জাতি বা তপশিলি উপজাতির আওতায় পড়েন।পুরো অ্যাপ্লিকেশনের মাধ্যমটি করা হবে অফলাইনে, আপনাকে নৈহাটি করপোরেশন এর website থেকে from বার করতে হবে, এবং সেটিকে ফিলাপ করে নৈহাটি মিনসিপাল্টি বিভাগের অ্যাড্রেস এ পোস্ট করে দিতে হবে, আবেদনের ডেট দেওয়া হয়েছে ১২ ই নভেম্বর থেকে ২৪ শে নভেম্বর পর্যন্ত।


বন্ধুগণ এটা আপনাদের করপরেশনের জন্য নাও হতে পারে কিন্তু, এমনি নতুন নতুন চাকরির নিউজ জন্য আমাদের ওয়েবসাইটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আমরা নতুন কোন চাকরির অনুসন্ধান পাবো সবথেকে প্রথমে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে।