বর্ষায় শিলা বৃষ্টির ফলে জলপাইগুড়ি,দক্ষিণ দিনাজপুর,পশ্চিম মেদনীপুর, কোচবিহার,মালদা ও উত্তর 24 পরগনা সহ আরো 10 টি জেলায় প্রায় 3 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার রাজ্য এই সমস্ত ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের পাশে দাঁড়াচ্ছে। এই সমস্ত কৃষকদের জন্য প্রায় 210 কোটি টাকা বরাদ্দ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
ক্ষতিগ্রস্ত কৃষকদের ইতিমধ্যেই চেক দেওয়া শুরু করে দিয়েছেন রাজ্য কৃষি দপ্তর। অনেক কৃষিদের কাছে এর মধ্যে চেক পৌঁছে গিয়েছে। সোমবার থেকে রাজ্য সরকার এই কাজ শুরু করে দিয়েছেন এবং তারা জানিয়েছেন আগামী 12 অক্টোবর এর মধ্যে এই কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ক্ষমতায় আসার পর থেকে আক্রান্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বলে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।