Skip to content

সুখবর।এবার থেকে “Google” দিতে চলেছে চাকরি..

আর দেরি নয় ,যারা চাকরী খুঁজছেন তাদের জন্য নিয়ে এলাম এক খুশির খবর। চাকরির প্রার্থীদের চাকরির সন্ধান দিতে এক ফিচার নিয়ে এলো “Google”। চাকরির সন্ধানদাতা ওয়েবসাইট,অনলাইনে এ চাকরি গুলোকে একত্রে এনে দেবে ‘google’। এই ফিচার এ পার্টটাইম জব ,সফ্টওয়ের ডেভেলপ জব,গভর্মেন্ট জব,প্রাইভেট কোম্পানির জব ইত্যাদি চাকরির অপশন থাকবে ।’Google’ লিস্ট এ থাকা যে কোনো একটি উপর করলেই পাওয়া যাবে সংক্ষিপ্ত আকরে বিভিন্ন তথ্য যেমন – জব লোকেসন ,জবের ক্যাটাগরি ,স্যালারি,ফুলটাইম বা পার্টটাইম ,দেখা যাবে আর অন্যান্য তথ্য ।এর পাশাপাশি থাকবে অনেক আরো গুরুত্ব পুন্য তথ্য ,পাওয়া যাবে ওয়েবসাইট এর লিঙ্ক,নোটিফিকেশন এলার্ট এবং তার সাথে সার্চ এর রেজাল্ট শেয়ার করা যাবে নিজের বন্ধুবান্ধবদের সাথেও। এই ফিচার ‘android’ ও ‘ios’ উভয় প্লাটফর্ম এই পাওয়া যাবে।