বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব প্রায় চলে এল বলতে। এখন থেকেই বাঙালিদের মনে পূজো পূজো গন্ধ চলে এসেছে। আকাশে পেঁজা তুলোর মতো রং এবং কাশ ফুলের গন্ধ স্পষ্ট ভাবে জানান দিচ্ছে মা আসছেন। আর এই পুজো মরশুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। এর আগে যেটা কোনদিন হয়নি সেটা এবার ঘোষণা করা হয়েছে পুজোর রাজ্য সরকারি কর্মচারীরা টানা 16 দিন ছুটি পেতে চলেছে। নবান্ন থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে।15 থেকে 25 অক্টোবর পূজোর ছুটি। 13 এবং 14 অক্টোবর শনি ও রবিবার এবং 27 ও 28 শে অক্টোবর আবার শনি ও রবিবার।
