কার্যত দীপাবলি আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এল সুখবর। জেনারেল প্রভিডেন্ট ফান্ডের রাজ্য সরকারি কর্মচারীদের সুদের হার বেড়ে 8 শতাংশ হল। জিপিএফ এ কর্মীদের বেতন থেকে কাটা কিছু অংশ জমা রাখা হয়। রাজ্য সরকারের দাবি এই কেটে নেওয়া টাকাটি কেন্দ্রীয় সরকারের কাছে থাকে,কিন্তু এখনো কেন্দ্রীয় সরকার রাজি হয়নি। প্রায় দু’বছর পর জিপিএফ এর সুদ 8 শতাংশ হল। 2017 সালের জানুয়ারি মাসে সুদের হার 8% ছিল এবং তার আগে সুদের হার আরও বেশি ছিল। তারপর 2017 সালের এপ্রিল মাস থেকে সুদের আর ধীরে ধীরে কমতে থাকে,এখন সুদের হার বেড়ে 7.6 থেকে 8.0 শতাংশ।
কার্যত প্রতি তিন মাস অন্তর অন্তর জিপিএফ এর সুদের হার নির্ধারিত হয়। ফলে অক্টোবর ডিসেম্বর মাসের সুদের হার নির্ধারিত করেছে অর্থ দপ্তর।আমরা হয়তো জানি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয় সরকারি কর্মচারীদের জিপিএফ এর সুদের হার একই থাকে। এই কিছুদিন আগে ডাকঘর এবং ব্যাংকের সুদের হার বাড়ানো হয়েছে। নিয়ম অনুসারে বেতন নূন্যতম 6 শতাংশ জিপিএফ হিসেবে কাটা হয়। অবশ্য কর্মচারী যদি চান তার বেশি অংশ তিনি জিপিএফ এজমা দিতে পারেন। জিপিএফ এর সুদের হার বাড়ায় , তাহলে কর্মচারীরা এবার বেশি পরিমাণে জিপিএফ এ টাকা জমা দেবে বলে মনে করা হচ্ছে।