আমাদের দেশে পোস্ট অফিসের প্রচুর মানুষের নানান ধরনের অ্যাকাউন্ট রয়েছে৷ তার সুবিধাও রয়েছে অনেক ৷ বর্তমানে পোস্ট অফিসে প্রায় অনেক ধরনের সেভিংস অ্যকাউন্ট খোলার সুবিধা ও আছে ৷ সেই অ্যকাউন্টেরে বিবরণ পাওয়া যাবে (indiapost.gov.in) ওয়েবসাইট থেকে৷আমাদের সূত্রের খবর বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টের বিভিন্ন স্কিমে পাওয়া যাবে ৮.৫ শতাংশ সুদের হার। তার মধ্যে কিছু স্কিমগুলি হল ,
১) মাসিক আয় প্রকল্প : এই অ্যাকাউন্টে যেকোনও ব্যাক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্টে ৭.৩ শতাংশ হারে সুদ পাওয়া যাবে ,তার সঙ্গে মিলবে অ্যাকাউন্ট স্থানান্তরের সুবিধা ৷
২) কিষাণ বিকাশপত্র : এই প্রকল্পে জমা টাকা আড়াই বছর পর আপনি তুলতে পারবেন৷ যার মধ্যে ৭.৭ শতাংশ হারে সুদ পাবেন ৷ বিনিয়োগ করা টাকা ১১৮ মাস অর্থাৎ ৯ বছর ১০ মাস পরে দ্বিগুণ হয়ে যাবে।
৩) ১৫ বছরের পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড : ১০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ মোট অর্থ বর্ষে ১ লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক রাখতে পারবেন৷ মিলবে অনেক আরো সুযোগ সুবিধা ৷ বার্ষিক ৮ শতাংশ হারে সুদ পাওয়া পাবেন ৷মাসে ৫০০ টাকা থেকে জমা দিতে পারবেন৷
৪) জাতীয় সঞ্চয় সার্টিফিকেট : জাতীয় সঞ্চয় সার্টিফিকেটে বছরে ৮ শতাংশ হারে সুদ পাবেন ৷ ১০০ টাকা বা তার বেশি এনএসসি পাবেন ৷
৫) সুকন্যা সমৃদ্ধি প্রকল্প : এই অ্যাকাউন্টে এক বর্ষে নিম্নতম ২৫০ টাকা বা ১,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন ৷ মেয়ের জন্মের ১০ বছরের মধ্যে এই অ্যাকাউন্ট খুতে পারবেন ৷ ৮.৫ শতাংশ হারে বার্ষিক সুদ পাবেন। মেয়ের বয়স ২১ বছর হলেই অ্যাকাউন্ট নিজেই বন্ধ হয়ে যাবে এবং আপনি আপনার জমানো সব টাকা তুলে নিতে পারবেন।