এই বছর করোনা মহামারীর মধ্যে ব্যাংকিং সেক্টরে একাধিক নিয়মে বড়োসড়ো বদল আনতে দেখা গিয়েছিল। যেখানে একাধিক ব্যাংকিং বিধিতে বেশকিছু বদল আনা হয়েছিল গ্ৰাহকদের সুবিধার্থে এর পাশাপাশি এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও বড়সড় রদবদল আনতে দেখা গিয়েছিল।তবে আবারও বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে ব্যাংকের লেনদেন সংক্রান্ত নিয়মে বদল আসতে চলেছে। রিজার্ভ ব্যাংকের তরফে RTGS পরিষেবা 24x7x365 করার ঘোষণা করা হয়েছে যেখানে জানানো হয়েছে এবার থেকে এই RTGS এর মাধ্যমে গ্রাহকরা 24 ঘন্টা টাকা টান্সফার করতে পারবেন।
আপনাদের সুবিধার্থে বলে রাখি বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া সমস্ত ওয়াকিং দিনেই সকাল সাতটা থেকে বিকেল 6 টা পর্যন্ত এই সুবিধা পেয়ে থাকে গ্রাহকেরা এর আগে গত বছর ডিসেম্বর মাসে NEFT পরিষেবা কে 24x7x365 করা হয়েছিল।এই পরিষেবা ব্যবহার করে রিয়েল টাইম এর মধ্যে ফান্ড ট্রান্সফার করার সুবিধা পেয়ে থাকেন গ্রাহকেরা তবে এক্ষেত্রে কিন্তু বড় অঙ্কের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে এই মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে কারণ এই পরিষেবা ব্যবহার করতে গেলে দু লক্ষ টাকার নিচে টাকা ট্রান্সফার করা যায় না। বর্তমানে এই যে পরিষেবাটি রয়েছে সেটি অনলাইন এবং ব্যাংকের ব্রাঞ্চে প্রদান করা হয়ে থাকে।
তবে এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে এটি ব্যবহার করে থাকলে এর জন্য দিতে হয় না কোনো অতিরিক্ত শুল্ক তবে ব্যাংকের শাখায় গিয়ে এই পরিষেবা ব্যবহার করতে চাইলে এর জন্য দিতে হয় অতিরিক্ত শুল্ক। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সহ 6 সদস্যের একটি টিম জানিয়েছে মনিটরি কমিটি সুদের হারে কোন বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়নি যার ফলে রেপো রেট 4 শতাংশে অপরিবর্তিত রয়েছে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি NEFT হল একটি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের একটি ইলেক্ট্রনিকস পেমেন্ট মোড (National electronics fund transfer) যার মাধ্যমে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজেই টাকা টান্সফার করা সম্ভব হয়ে থাকে। আর এই যে পদ্ধতিটি রয়েছে সেটির মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই টাকা টান্সফার হয়ে যায়। তাছাড়া এটি যদি অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে দিতে হয় না কোনো অতিরিক্ত শুল্ক, শুধুমাত্র এই পরিষেবা ব্যাংকে গিয়ে ব্যবহার করলেই এর জন্য দিতে হয় অতিরিক্ত শুল্ক। আর এই যে পরিষেবাটি রয়েছে সেটি 24×7 পাওয়া যায়।