Skip to content

কিয়ারা থেকে অনুষ্কা বলিউডের এই ১০ অভিনেত্রী যারা নিজেদের বিয়েতে পড়েছিলেন কয়েক লক্ষ টাকার লেহেঙ্গা

বিবাহ অনুষ্ঠান একটি এমন অনুষ্ঠান যেখানে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ নিজেদের সারা জীবনের উপার্জিত অর্থ খরচ করে ফেলেন। ৪ দিন ব্যাপী এই অনুষ্ঠানে অতিথিদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে সবসময় নজর রাখেন দুই পক্ষ। এতে কেন মধ্যবিত্তদের কথা, তবে বিবাহ যদি হয় কোন সেলিব্রিটিদের সেখানে চাকচিক্য যে আরও দশগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য।

বলিউড (Bollywood)  অভিনেত্রীরা সাত পাকে বাঁধা পরার দিনটিকে আরো বেশি স্মরণীয় করে রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলেন। এই একদিনে চোখ ধাঁধানো অনুষ্ঠান দেখতে পাই আমরা। কোটি কোটি টাকা খরচ করে এই বিবাহ অনুষ্ঠানে অভিনেত্রীরা যে লেহেঙ্গা পড়ে থাকেন সেটির দামও কিন্তু কয়েক লক্ষ টাকা। প্রায় প্রত্যেক অভিনেত্রীই মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরেন এই বিশেষ দিনটিতে। আজ এই প্রতিবেদনে ১০ জন বলিউড অভিনেত্রীদের বিয়ের ছবি দেখবে এবং জেনে নেব লেহেঙ্গার দাম।

Anushka Sharma's Wedding Makeup Details by Makeup Artist | Vogue India | Vogue India

অনুষ্কা শর্মা (Anushka Sharma) : ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে বিয়ে করেন অনুষ্কা। বর্তমানে একটি ছোট্ট ফুটফুটে কন্যা রয়েছে বিরুস্কার, যার নাম ভামিকা। অনুষ্কা বিয়েতে একটি ব্লাশ পিঙ্ক রঙের লেহেঙ্গা পড়েছিলেন যার দাম ৩০ লক্ষ টাকা।

Decoding Priyanka Chopra Wedding Looks, Which One Is Your Favourite?
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : বলিউডের দেশি গার্ল আজ বিদেশের গৃহবধূ। সম্প্রতি স্যারোগেসির মাধ্যমে এক কন্যা সন্তানকে জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা একটি লাল লেহেঙ্গা পড়েছিলেন নিজের বিয়েতে যার দাম ছিল ১৭ লক্ষ টাকা।

Decoding Katrina Kaif's Stunning Bridal Hair And Makeup Looks | Be Beautiful India

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ভিকি কৌশলের ঘরণী, ক্যাটরিনা কাইফও সব্যসাচী ডিজাইন করা একটি লেহেঙ্গা পরে ছিলেন নিজের বিয়েতে যার দাম ১৭ লক্ষ টাকা।

5 bridal lessons to learn from Deepika Padukone | Vogue India
দীপিকা পাডুকোন (Deepika Padukone) : রণবীর সিং এবং দীপিকা পাডুকোন এমন একটি জুটি যাকে পছন্দ করেন প্রত্যেক মানুষ। দীপিকা নিজের বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা একটি লেহেঙ্গা পরে ছিলেন যার দাম ১২ লক্ষ টাকা। এই লেহেঙ্গা তৈরি করতে প্রায় ছয় মাস সময় লেগেছিল।

Athiya Shetty wore designer kalire with Sanskrit vows for wedding with KL Rahul | Bollywood - Hindustan Times
আথিয়া শেট্টি (Athiya Shetty):গতমাসে ক্রিকেটার কে এল রাহুলকে বিয়ে করেন সুনীল কন্যা। অনামিকা খান্নার ডিজাইন করা, যে লেহেঙ্গাটি পড়েছিলেন নববধূ তার দাম ছিল লক্ষাধিক।

Sonam Kapoor Ahuja's wedding lehenga is for every bride who loves red | VOGUE India

সোনাম কাপুর (Sonam Kapoor) : ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করে সুনাম এখন বিদেশে রয়েছেন একমাত্র পুত্র সন্তানকে নিয়ে। অনিল কাপুর কন্যা বিয়েতে অনুরাধা ভাকিলের ডিজাইন করা এটি লেহেঙ্গা পড়েছিলেন যার দাম ৯০ লাখ টাকা।

Tarun Tahiliani on Shilpa Shetty's wedding day look: She wanted classic Indian bride look and dressing her was a great joy

শিল্পা শেট্টি (Shilpa Shetty) : আজ থেকে অনেক বছর আগেই বিয়ে করলেও শিল্পা, নিজের বিয়েতে যে লেহেঙ্গা পড়েছিলেন তখনকার সময় তার দাম ছিল ৫০ লক্ষ টাকা।

Aishwarya Rai - WeddingSutra

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) : প্রাক্তন সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ হয়েছিল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে। স্ফটিক খচিত কাঞ্জিবরম শাড়ি পড়েছিলেন তিনি এই বিশেষ দিনে। এই শাড়িটি ডিজাইন করেছিলেন নিতা লুল্লা, যার দাম ৭৫ লক্ষ টাকা।

How to Recreate Kiara Advani
কিয়ারা আডবাণী (Kiara Advani) : সদ্য নববধূর সাজে সেজেছিলেন কিয়ারা। মণীশ মালহোত্রা ডিজাইন করা হালকা গোলাপী লেহেঙ্গা পড়েছিলেন তিনি।এই লেহেঙ্গার দাম কয়েক লক্ষ টাকা, তবে সেদিন কিয়ারার পাশাপাশি সিদ্ধার্থকেও দারুন দেখতে লাগছিল।