Skip to content

এবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ফেক হিন্দু রাহুলগান্ধীকে যোগ্য জবাব দীলেন ! বললেন ..

প্রধানমন্ত্রী রাহুল গান্ধী প্রশ্ন তুলছেন, প্রধানমন্ত্রীর কেমন হিন্দু? আর এর প্রশ্নের ভিত্তিতে রাহুল গান্ধীকে এক হাত নিলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। বিজেপির এই নেত্রীর দাবি,রাহুল গান্ধী ভোট পাওয়ার জন্য নিজেকে হিন্দু বলে দাবি করছেন। রাজস্থানের উদয়পুরে শনিবারে রাহুল গান্ধী এক সমাবেশে বলেন,’ প্রধানমন্ত্রী হিন্দু ধর্ম সম্পর্কে কতটা জানেন যে হিন্দু ধর্ম নিয়ে তিনি এতো বড় কথা বললেন?’ এর জবাবে সুষমা স্বরাজ বলেন,’দয়া করে আমাদের হিন্দু ধর্ম শিখাবেন না।’ তিনি আরো বলেন যে ভগবান না করুক এমন দিন যেন না আসে যেদিন রাহুল গান্ধীর কাছ থেকে হিন্দু ধর্ম সম্পর্কে শিখতে হয়।’

প্রধানমন্ত্রীর সম্পর্কে রাহুল গান্ধী যে সমস্ত মন্তব্য করেছেন তার উত্তর এই সুষমা স্বরাজ বলেন,’ রাহুল গান্ধী এইসব বলছেন তার একটি কারণ হল তিনি ও কংগ্রেস তার ধর্ম নিয়ে এখনো কনফিউজ।’ রাহুল গান্ধী ভোট কাছে আসতে বুঝে গিয়েছেন যে এখানে হিন্দু ধর্মের লোক বেশি। তাই রাহুলকে অন্য ইমেজে দেখা যাচ্ছে।
শুধু রাহুল গান্ধীকে নয় এমন কী পি চিদমম্বরম কে সুষমা স্বরাজ পাল্টা জবাব দেন। ভারতের অর্থনৈতিক সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,’ চিদম্বরম কে মনে করিয়ে দিতে চাই, ইউপিএ আমলে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাঙ্ক সবথেকে ভঙ্গুর অর্থনীতি তালিকায় ভারত রয়েছে পাঁচ নম্বরে।

আর এই দুই সংস্থায় বলছে ভারতের অর্থনীতি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।
ওই সমাবেশে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন,’ প্রধানমন্ত্রী কি জানেন যে ভগবত গীতায় কি লেখা আছে? গীতায় লেখা আছে জ্ঞান সর্বত্র ছড়িয়ে রয়েছে। আর এই জ্ঞানের অংশ হলো প্রতিটি মানুষই। কিন্তু প্রধানমন্ত্রী নিজেকে একজন হিন্দু বলে দাবি করেন। হিন্দুত্বের মূল কথায় তিনি জানেন না। তাই তার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন ওঠে।’