Skip to content

আপনার আধার কার্ড সুরক্ষিত কিনা জেনে নিন এখুনি। জানতে..

আধারের তথ্য লিক হয়ে যাওয়ার ঘটনা আগে অনেক বার হয়েছে তাই এ বিষয়ে সাধারণ মানুষেরা অনেক চিন্তায় থাকেন। তবে এই আধারের সিকিউরিটি বিষয়ে UIDAI(ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া) এর তরফ থেকে জানানো হয়েছে আধারের তথ্য সম্পুর্ন সুরক্ষিত।যদি আমরা জানতে পারি আমাদের আধারের তথ্য কোথাও ব্যাবহার হচ্ছে কিনা তাহলে আমরা অনেকটাই নিশ্চিন্ত হতে পারতাম। আমরা অনেক জায়গায় এখন প্রমান পএ হিসেবে আমরা নিজেদের আধার কার্ড নিয়ে যায়।
এবার থেকে আপনারাও জানতে পারবেন গত 6 মাসে আপনার আধার কোথায় কোথায় ব্যাবহার করেছেন। যদি আপনাকে না জানিয়ে আপনার আধার কোথাও ব্যাবহার হলে সেটা আপনি UIDAI এর ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন।


1. প্রথমে UIDAI এর ওয়েবসাইটে গিয়ে
http://resident.uidai.gov.in /notifications-aadhar রে যান।
2. তার পর আপনি আপনার 12 সংখ্যার আধার নং টি দিন।
3.এবার আপনি ‘জেনারেট OTP’ অপশানে ক্লিক করুন।
4. এর পর আপনার আধার রেজিস্টার মোবাইল নং এ একটা otp আসবে।
5. OTP দেওয়ার পর আপনি আপনার আধার কোথায় কোথায় ব্যাবহার করেছেন দেখতে পাবেন।