বর্তমানে এখন জাতীয় রাজনীতি ও বাইরে বিতর্ক সৃষ্টি হয়েছে #MeToo নিয়ে। এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই বিতর্কে মুখ খুললেন। এটি ছাড়াও বেশ কয়েকদিন আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এম জে আকবরের ওপর যৌন হেনস্থার অভিযোগ আশায় বিরোধীরা বিজেপির ওপর আরো আগ্রাসী মনোভাব দেখাতে শুরু করে দিয়েছে। এম জে আকবর এর উপর মোট তিনজন মহিলা যৌন হেনস্থার অভিযোগ করে এর মধ্যে দুজন মহিলা হলেন সাংবাদিক এর ফলে বিরোধীরা এন আর স্তফার দাবি করেছেন।
আজকে এই #MeToo বিতর্কে রাহুল গান্ধী এ আন্দোলনকে সমর্থন করেছেন।
তিনি টুইট করে বলেন, “সত্যি কথা জোরে বলা উচিত সব মেয়েদের সম্মান করতে শিখুন। আর আমি কিছুটা খুশি যে মেয়েদের অসম্মান করার সংখ্যাটা দিনে দিনে কমছে।”
তবে অবাক হওয়ার বিষয় হলো#MeToo বিতর্কে এখনো পর্যন্ত বিজেপির শীর্ষ স্তরের নেতা গুলি কেউই মুখ খুলেননি। এবং আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠার ফলেও এখনো পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেননি।