Elon Musk এর ১ বছরের আয় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি Mukesh Ambani-র সারা জীবনের আয়ের থেকেও বেশি

ভারতবর্ষের সবথেকে ধনী ব্যক্তি হল মুকেশ আম্বানি (Mukesh Ambani) । মুকেশ সারা বিশ্বে বিলিয়নারদের তালিকায় রয়েছে আম্বানির নাম। তবে আপনারা হয়তো অনেকেই জানেন না মুকেশ আম্বানি কে ছাড়িয়ে গেছেন আরও একজন বিলিয়নার । তাঁর নাম হলো ইলন মাস্ক (Elon musk)। তিনি বিশ্বের বৃহত্তম গাড়ি সংস্থার মালিক। একসময় তাঁর কাছে একটি সংস্থার সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার উপায় ছিল না। কিন্তু আজ তিনি বিশ্বের বৃহত্তম গাড়ি সংস্থার মালিক এবং একজন বিলিয়নার । চলতি বছরে তাঁর আয় এবং সম্পত্তি হিসেবে মত বিলিয়নারদের লিস্টে তাঁর নাম এক নম্বরে রয়েছে।

বর্তমানে হিসাব মতো ইলেন এর মোট সম্পত্তির পরিমাণ ৩৬.২ বিলিয়ন ডলার। বিশ্বের সবথেকে ধনীতম ব্যক্তি শিরোপা পেয়েছেন তিনি । বর্তমানে তিনি ২৮৭ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। বিলিয়নারদের তালিকায় এক নম্বরে নাম রয়েছে ইলেন মাস্কের। বিলিয়নারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমাজনের প্রাক্তন সিইও জেফ বেজোস। তার মোট সম্পত্তির পরিমাণ হল ১৯৬ বিলিয়ন ডলার।

ভারতের সমস্ত ধনী ব্যক্তিদের নামের তালিকার মধ্যে মুকেশ আম্বানির নাম প্রথম সারিতে এলও ইলন মাস্ক তাঁর থেকে সম্পত্তির পরিমাণ অনেকটাই এগিয়ে। বর্তমান হিসেব মতো মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ হল ১০১ বিলিয়ন ডলার। এবছর এখনো পর্যন্ত ইলন মাস্কের সম্পত্তি বেড়েছে ১১৭ বিলিয়ন ডলার। সুতরাং দেখা যাচ্ছে ইলন মাস্ক এর মোট সম্পত্তির পরিমাণ থেকে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ অনেকটাই কম । বলতে গেলে সারা জীবনই যে পরিমান সম্পত্তি সঞ্চয় করেছেন মুকেশ আম্বানি এক বছরের মধ্যেই অর্জন তার সমতুল্য সম্পত্তি অর্জন করে ফেলেছেন ইলন মাস্ক।

এবছর আয়ের নিরিখে প্রথম তিনজন ব্যক্তির নাম হল যথাক্রমে ইলন মাস্ক, অ্যামাজনের প্রাক্তন সিইও এবং তিন নম্বরে রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। গৌতম আদানি এর মোট সম্পত্তির পরিমাণ হল ১১৭.৬ বিলিয়ন ডলার। তবে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৪৩.৮ বিলিয়ন ডলার। এই বছরের মধ্যে তাঁর সম্পত্তির পরিমাণ অবিশ্বাস্যরকম বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে।