পাসওয়ার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে৷ ফোন থেকে ব্যাঙ্ক, সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন শপিং ওয়েবসাইট, সব কিছুতেই থাকে নিজস্ব পাসওয়ার্ড। তথ্য বা টাকা সুরক্ষিত রাখতে মূল হাতিয়ার এই পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে যদি আপনি কোনও তথ্য অন্য কারো কাছে গোপন করে রাখতে চান।
কিন্তু এখন ডিজিটাল যুগে সাইবার ক্রাইম বাড়ছে৷
সাইবার অপরাধের সঙ্গে যারা যুক্ত তারা সারাদিন অ্যাকাউন্ট এর ওপর নজরদারি চালাচ্ছে৷ কোনভাবেই একটু সুযোগ পেলেই নিমেষে উধাও সব টাকা বা দরকারি নথি৷ প্রতিদিন লক্ষ লক্ষ ক্রেতা এবং গ্রাহক এই সাইবার প্রতারণার শিকার হচ্ছেন সারা পৃথিবী জুড়ে। কিন্তু আপনি বিষয়টা নিয়ে সতর্ক হলে আপনার তথ্য এবং অর্থ সুনিশ্চিত করতেই পারেন। সেক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কয়েকটি বিষয়।
বেশ কিছু পাসওয়ার্ড আছে, যেগুলি কোনভাবেই ব্যবহার করা যাবে না। একবার যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন, দ্বিতীয়বার ব্যবহার না করাই ভালো৷ সাইবার বিশেষজ্ঞরা বলছেন, আপনি একটি পাসওয়ার্ড ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না তার মধ্যে কতটা ঝুঁকি রয়েছে।
Hello নয় বরং এবার থেকে ফোনে কথা বলার সময় বলুন “জয় বাংলা”, মুখ্যমন্ত্রী মমতা
২০২০ সালে বহুল ব্যবহৃত বেশ কিছু পাসওয়ার্ড যেগুলি এখন সাইবার প্রতারকদের মূল টার্গেট, সেই সব পাসওয়ার্ড ব্যবহার করলে নিমেষে শেষ হয়ে যাবে আপনার সব টাকা এবং দরকারি অনেক তথ্য৷ এই সব পাসওয়ার্ডের তালিকা দেওয়া হল
এগুলি আর ব্যবহার করবেন না…
*123456
*password
*12345678
*12341234
*1asdasdasdasd
*Qwerty123
*Password1
*123456789
*Qwerty1
*:12345678secret
*Abc123
*111111
*stratfor
*lemonfish
*sunshine
*123123123
*1234567890
*Password123
*123123
*1234567