রোজই বহু ভিডিও ভাইরাল (Viral Video) হয় নেট পাড়ায়। তারমধ্যে কিছু ভিডিও বেশ মজার৷ সম্প্রতি নেট পাড়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও৷ সেই ভিডিও দেখলে এত খারাপ সময়েও আপনার মনে হবে বিশ্বাস আনুগত্য আজও বাস্তবে রয়েছে।
আজ কাল স্বার্থ ছাড়া কেউ কিছু করেনা। কিন্তু কুকুর প্রভুভক্ত জীব৷ কুকুর কখনো বিশ্বাসঘাতকতা করে না৷ তার প্রভুই তার কাছে ভগবান এর সমান। এই কথা ফের প্রমাণ হল ভাইরাল ভিডিওতে। নিজের মালিকের প্রাণ বাঁচাতে সে জীবন পর্যন্ত দিতে পারে।
এই স্বার্থপরতার যুগে মানুষই মানুষকে সবথেকে বেশি হিংসে করে। কিন্তু মানুষ প্রতারণা করলে কুকুর যে করেনা তার প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও (Viral Video)৷ হাজারো খারাপের মাঝে ভালো ঘটনাগুলোও আমাদের সামনে উঠে আসে সোশাল মিডিয়ার মাধ্যমে।
ব্যবসা শুরু করবেন ভাবছেন! দেরি না করে আজই শুরু করে দিন এই কাজ, স্বল্প বিনিয়োগে মিলবে বড়সড় লাভ
— Bengal News Media (@media_bengal) February 19, 2021
এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নদীতে স্নান করতে গিয়ে সাঁতার না জানায় ডুবে যাচ্ছিলেন একটি মহিলা, মারা যেতে পারতেন জলে ডুবে৷ আর এই ঘটনা দেখতে পেয়ে ঘাটে দাঁড়িয়ে থাকা তার পোষ্য কুকুর জলে ঝাঁপ দেয়। প্রভুর বিপদ দেখে জলে ঝাঁপ দিয়ে মহিলার চুল ধরে টেনে তাকে বাঁচায় কুকুরটি। এরপরই প্রাণ ফিরে পায় যুবতী, কুকুরটির এই প্রভুভক্তি দেখে মুগ্ধ নেটপাড়া। এই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে৷