Skip to content

আপনার কী মোটরগাড়ি আছে ? তাহলে এই খবরটি আপনার জন্যে ।

আপনার কী মোটরগাড়ি আছে ? তাহলে এই খবরটি আপনার জন্যে । সমীক্ষা অনুযায়ী আমাদের রাজ্যে সব থেকে বেশি একসিডেন্ট হয় মোটরবাইকে । রাজ্যের পরিবহন দপ্তর গত ২৮ শে জুন একটি বিজ্ঞপ্তি দেন ,সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গাড়ি কিনতে গেলেই এবার থেকে লাইসেন্স থাকা বাধ্যতা মূলক।
মঙ্গলবার বিচারপতি হরিশ টেন্ডেল এই প্রসঙ্গে বলেন,মা বাবা উপস্থিত থাকলে নাবালককে নতুন বাইক কিনে দেয়া যাবে অথচ লাইসেন্স না থাকলে একজন সাবালক বাইক কিনতে পারবো না এই যুক্তি কখনোই মেনে নেওয়া যায় না ।

পরিবহন দপ্তরের এই বিজ্ঞপ্তির পর চ্যালেঞ্জ করে ইন্ডিয়ান অটোমোবাইল রিসার্চ ইনস্টিটিউট কোর্টে মামলা জারি করে ।শেষমেশ বিচারপতি জানান, নিরাপত্তার জন্য আর করা পদক্ষেপ নিতে হবে ,ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হবে কিন্তু বাইক কেনার সময় মা , বাবা উপস্থিত থাকলে বাইক কিনতে পারবে অথচ সাবলকের হাতে ড্রাইভিং লাইসেন্স না থাকলে সে বাইক কিনতে পারবে না এটা কখনোই মেনে নেওয়া যায় না। বিচারপতি নভেম্বর পর্যন্ত সুনামি স্থগিত রেছেছেন।তার পর মামলার রায় দেয়া হবে।