Skip to content

ভুলেও রাখবেন না বাথরুমে টুথব্রাশ।

শহরকেন্দ্রিক মানুষেরা যৌথভাবে বাথরুম কে ব্যবহার করে থাকেন। যদি আপনি আপনার বাথরুমে টুথব্রাশ রাখেন আর সেই টুথব্রাশ দিয়ে সকালে দাঁত মাজেন তাহলে আপনার দাঁত গুলি কে পরিস্কার করার বদলে আরো নোংরা করছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যেসব টুথব্রাশ বাথরুমে রাখা হয়, সেসব টুথব্রাশে 60 পারসেন্ট জীবাণু থাকে‌। যার 80% আছে অন্যের মল থেকে।
এক গবেষণায় দেখা গিয়েছে মলের ভেতরে থাকা জীবাণু বাতাসে ভেসে টুথব্রাশে চলে আসে। মন কী টুথব্রাশটি যদি আপনি কভারে দিয়ে ঢেকে রাখেন তাহলে আরো জীবাণু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।কারণ টুথব্রাশটি কভার দিয়ে ঢেকে দিলে সেটি শুকোতে সময় পায় না। স্যাঁতসেঁতে হয়ে থাকলে জীবাণু আরো সহজে বাসা বাঁধতে পারবে।গরম জল,ঠান্ডা পানিও মাউথওয়াশ দিয়ে পরিষ্কার করলেও খুব একটা পরিবর্তন হয় না।এটি থেকে মুক্তি পাবার একটি উপায় যদি আপনার টুথ ব্রাশটি বাথরুমে না রেখে নিজের বাড়িতে রাখবেন।