ভারতের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে ,সমীক্ষা অনুযায়ী ভারতের এখন জনসংখ্যা প্রায় ১৩০কোটির ও বেশি ।আমাদের দেশে সবথেকে বেশি পরিবহন যানবাহন রূপে আমরা বাস ব্যাবহার করে থাকি । জনসংখ্যা বেশি হওয়ার কারণে দেশে বাস এর সংখ্যায় যাত্রী দুর্ভোগের প্রধান কারণ।সাধারণ যাত্রীদের যাতায়াত করার জন্য যে সংখ্যায় বাস প্রয়োজন ,তার দশ ভাগের এক ভাগেরও কম রয়েছে ভারতে। সরকারি সমীক্ষা অনুযায়ী,দেশে রয়েছে ১৯ লাখ বাস তার মধ্যে মাত্র ২.৮ লাখ বাস রয়েছে সরকারের ।
আর দেশের দরকার ৩০ লাখ বাসের ।পরিবহন মন্ত্রী নিতিন গড়করি বলেছেন ,চিনে যেখানে প্রতি ১,০০০ মানুষের জন্য ৬টি বাস রয়েছে , সেখানে ভারতের প্রতি ১০,০০০ মানুষের জন্য রয়েছে মাত্র ৪ টি বাস। তাই সাধারণ মানুষের স্বার্থের জন্যে দেশের পরিবহন ব্যাবস্থাকে ভালোভাবে গড়ে তুলতে হবে।