Skip to content

আপনি কী জানেন জিওর নতুন অফার সম্পর্কে যেখানে আপনিও বিনামূল্যে পেতে পারেন 300 জিবি ডাটা। আরো জানতে…

2016 পর থেকে 4 জি নেটওয়ার্ক পরিষেবা কথা মনে আসতেই সবথেকে প্রথম যার কথা মনে পড়ে তাহলে রিলাইন্স জিও। জিওর কথা মনে পড়া উচিত কারণ হল প্রথমে জিও ফ্রি ডাটা দিত, তারপর এখন সত্যি খুব কম দামে অনেক বেশি ফোরজি ডাটা আনলিমিটেড কল এসএমএস কলার টিউন সবকিছু ফ্রী দেয় জিও। জিও আসার পর থেকে অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও কম টাকায় বিভিন্ন রিচার্জ অফার এনেছে ।তার আগে ফোরজি রিচার্জ এর দাম চিরশিখরে ছিল,কিন্তু জিও আসার পর থেকেই টেলিকম কোম্পানি গুলির ও রিচার্জ এর দাম কম হয়েছে।

এখন জিও তরফ থেকে আসতে চলেছে JIO গিগা ফাইবার এই পরিষেবার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 15 আগস্ট থেকে। সর্বভারতীয় খবর প্রতিবেদন এর একটি আর্টিকেল থেকে জানা যাচ্ছে যে জিও এর গিগা ফাইবারের রেজিস্টারদের মধ্যে কিছু রেজিস্টার পেয়ে যাবেন 300 জিবি ফ্রি ডাটা অর্থাৎ প্রতি মাসে 100 জিবি করে ডাটা 3 মাসের জন্য। দেখা যাক জিও আমাদের জন্য আর কী কী নতুন অফার নিয়ে হাজির হয় তবে একটা কথা বলা বাহুল্য যে জিও আসার পর থেকে অন্যান্য 4 জি নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা গুলির রাতের ঘুম হারিয়ে গেছে।কীভাবে জিও গিগা ফাইবারের রেজিস্ট্রেশন করবেন লিঙ্ক নিচে দেওয়া হল–

https://youtu.be/NileCjWbmoE