স্বাস্থ্য দপ্তর থেকে সব সময় বার্তা দেওয়া হচ্ছে জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করান। কারণ এটা রোধ করার প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হল রক্ত পরীক্ষা করা।ডেঙ্গির জীবাণু শরীরে প্রবেশ করার আগে তাকে দমন করা উচিত। এতে মৃত্যুভয় অনেকটাই কমে যায়। কিন্তু এমন এক তথ্য প্রকাশিত হয়েছে যাতে বলা হয়েছে, ডেঙ্গু হওয়া মানেই যে আপনার জ্বর হবে এর কোন মানে নেই।’অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স'(এইমস) থেকে চিকিৎসকরা এমনই এক তথ্য প্রকাশিত করেছেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এইমস এর এক 50 বছরের এক কর্মী ডেঙ্গুতে আক্রান্ত হলেও তর কিন্তু জ্বর হয়নি। তিনি সারাক্ষণ ক্লান্ত হয়ে পড়ছিলেন, ফলে তার রক্ত পরীক্ষা করা হয়। এবং সেই পরীক্ষাতে দেখা গিয়েছে তাঁর রক্তে ডেঙ্গুর জীবাণু রয়েছে।এ বিষয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান এমন ব্যাপার ঘটতে পারে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে। ডায়াবেটিস বা শরীরের ইমিউনিটি ক্ষমতা কমিয়ে দেয় এমন অসুখ যদি ওই ব্যক্তি থাকে তাহলে তার জ্বর ছাড়াই ডেঙ্গু হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন শরীরের আকস্মিক পরিবর্তন হলেই ডক্টরের পরামর্শ নেওয়া দরকার।