আপনারও কী স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? তাহলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরী মোবাইল ব্যাঙ্কিং কে আরও সহজ করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক।অবার বাড়িতে বসে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স। পাশাপাশি বের করে নিতে পারবেন মিনি স্টেটমেন্টও শেষ 10 টি লেনদেনের। এর সংক্রান্ত যাবতীয় তথ্য নিচে দেয়া হল।SMS ব্যাঙ্কিং এর মাধ্যমে রেজিস্টার গ্রাহকদের জন্য রয়েছে ব্যাঙ্কিং এর সুবিধা। এর মাধ্যমে আপনি 24 ঘণ্টা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় ট্রানজেকশন ট্র্যাক করতে পারবেন। এই পরিষেবা পেতে গেলে আপনি আপনার নিকটবর্তী ব্যাঙ্কে যোগাযোগ করুন এবং নিজের মোবাইল নম্বরকে এর জন্য রেজিস্টার করুন। এক ঝলকে দেখে নিন কিভাবে পরিষেবাগুলি জানতে পারবেন।
ব্যালেন্স জানতে হলে মিসকল দিতে হবে আপনাকে এই নম্বরে 09223766666। এছাড়া এসএমএস এর মাধ্যমে BAL লিখে পাঠিয়ে দিতে হবে এই নম্বরে 09223866666।
মেনি স্টেটমেন্টের জন্য মিসকল দিতে পারেন এই নাম্বারে অথবা এসএমএস এর মাধ্যমে MSTMT লিখে পাঠিয়ে দিতে পারেন এই নম্বরে 09223866666।
এছাড়া এটিএম কার্ড ব্লক করার জন্য “BLOCKXXXX” এটিএম শেষ চারটি নম্বর লিখে পাঠিয়ে দিন এই নম্বরে 567676।
এটিএম এর পিন জেনারেট করার জন্য PIN লিখে 567676 নম্বরে। এটিএম এর শেষ 4 টি ডিজিট লিখে। এবার আপনার মোবাইল ফোনের চার অঙ্কের ওটিপি আসবে ওটা আপনি দু’দিনের মধ্যে যেকোনো নিয়ারেস্ট এস বি আই বাঞ্চএর এটিএম গিয়ে নিজের মত করে সেট করে নিন পিন। এই ছাড়া হোম অটো লোন সম্বন্ধে জানতে চাইলে HOME বা CAR লিখে পাঠিয়ে দিন এই নম্বরে 09223588888।
আশা করি এই তথ্যটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি ওপর এই তথ্য গুলির মধ্যে হয়তো অনেক জনের এই তথ্য জানা আছে।