ভারতে করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। দিনে প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। মৃত্যুর দিক থেকেও পশ্চিমবঙ্গ এখন বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করেছে। ২৪ ঘন্টায় করোনাতে প্রায় আড়াই হাজার করে মানুষ মারা যাচ্ছে। এই মুহূর্তে প্রয়োজন করোনা টিকাকরণের। বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি করোনা টিকার দাম নির্ধারণ করেছে সেইগুলি দেখে নেওয়া যাক।
হায়দ্রাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক ২৪ শে এপ্রিল ঘোষণা করেছে যে তৃতীয় পর্যায়ে কোভিড -১৯ এর ভ্যাকসিন কোভাক্সিনের ডোজ প্রতি দাম ৬০০ টাকায় সরকারি হাসপাতাল থেকে এবং বেসরকারী হাসপাতালে ডোজ প্রতি ১,২০০ টাকায় বিক্রি করা হবে।
ভারত বায়োটেকের প্রধান এক বিবৃতিতে বলেছেন যে, “ভারত সরকারের নির্দেশনার পরে আমরা কোভাক্সিন ভ্যাকসিনের দাম ঘোষণা করি – রাজ্যের হাসপাতালের জন্য ডোজ প্রতি ৬০০ রুপি এবং বেসরকারী হাসপাতালের জন্য ডোজ প্রতি ১,২০০ টাকা,”
Bharat Biotech – COVAXIN® Announcement pic.twitter.com/cKvmFPfKlr
— BharatBiotech (@BharatBiotech) April 24, 2021
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে (এসআইআই) জানিয়েছে যে তাদের তৈরি করোনার টিকা বেসরকারী হাসপাতালগুলিতে ডোজ প্রতি ৬০০ রুপি এবং রাজ্য সরকারগুলি ডোজ প্রতি ৪০০ রুপি করে নেবে। টিকার দাম নিয়ে শুধুমাত্র ভারত বায়োটেকেই নয় সমালোচনার মুখে পড়েছে এ ক্ষেত্রে সিরামও।
এক্ষেত্রে দেশে সিরামের দাম নিয়ে ইতিমধ্যে কাটগড়ায় তুলেছে অনেকে , উঠতে শুরু হয়েছে একাধিক প্রশ্ন যাদের মধ্যে প্রথমেই রয়েছে কেন্দ্রকে দেড়শো টাকায় ভ্যাকসিন বিক্রি করলে রাজ্য সরকার গুলিকে কেন তা ৪০০ টাকায় কিনতে হবে এবং সে ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলিকে কেন ৬০০ টাকা দিতে হবে।