Skip to content

ফেসবুকে ভারত-বিরোধী পোস্ট করায় পশ্চিমবঙ্গের যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো লালবাজারে

যবে থেকে দেশ স্বাধীন হয়েছে তবে থেকে এখনো পর্যন্ত এত বড় জঙ্গি হামলা নাকি এ দেশে হয়নি। গতকাল পুলওয়ামায় জঙ্গি হামলার ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।আর এই জঙ্গী হামলার বিরোধিতা তিক্ত বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজনেরা। আর এরই মধ্যে কলকাতার এক যুবক সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী পোস্ট করে সবার সমালোচনার মুখে পড়লেন। সূত্র অনুসারে জানতে পারা গেছে এই যুবকের বিরুদ্ধে লালবাজার থানায় লিখিত অভিযোগ ও জমা পড়েছে। দেবজিত ভট্টাচার্য নামে এক যুবক এই পোস্টটি করেছে আর এই পোস্টটি করার পর থেকেই এই পোস্টটি সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে।

তার করা এই পোষ্টের মধ্যে লেখা রয়েছে কাশ্মীর বিপ্লবীরা যেমন ভারতের কাছে জঙ্গী, ঠিক সেরকমই কাশ্মীরের কাছে ভারতের ধষর্ক সেনারাও জঙ্গি হিসাবে গণ্য।এই যুবকের কথা অনুযায়ী এ বছরে কাশ্মীরে 300 জনেরও বেশি বিপ্লবী শহীদ হয়েছেন আর আজ 30 জন ভারতীয় জঙ্গী মারা গেছে কাশ্মীরে,আর তাতে এই যুবক নাকি  ভীষণ খুশি অনুভব করছেন। এই যুবকের দাবি রাষ্ট্র মারবে আর সাধারণ মানুষ ছেড়ে দেবে তা তো আর হয়না কাশ্মীরিরাও এর বদলা নেবে। তার দাবি 70 লক্ষ ভারতীয় সেনা কাশ্মীরে আজাদি আটকে রাখতে পারবে না। ভারত রাষ্ট্রকে নাকি গুড়িয়ে কাশ্মীরাও একদিন আজাদ হবে এমনটাই দাবি এই যুবকের।যখন থেকে এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করে তখন থেকেই এই পোস্টটি তীব্র নিন্দার ঝড় তোলে। দেবজিৎ নামক এই যুবকের শাস্তির দাবি জানিয়ে এদিন লালবাজার সাইবার ক্রাইম সেল এ একটি অভিযোগ দায়ের করা হয়। দেবজিতের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় বইছে।

আপনারা কি মনে করেন এরকম মানসিক মনোভাব রাখা ব্যক্তি কি ভারতে থাকার যোগ্য তা আমাদের অবশ্যই জানান।