আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। এই মুহূর্তে ৬টি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে।করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা দেশ৷ আগামী কিছুদিনের মধ্যে যে কোনো একটি ভ্যাক্সিনের অনুমোদন মিলবে৷ এতদিন মানুষ অপেক্ষা করছিল কবে ভ্যাক্সিন আসবে?
তবে এখন কোভ্যাক্সিন বণ্টন বড় চ্যালেঞ্জ মোদী সরকারের কাছে। তাই কোনোরকম বিতর্ক যাতে না হয় সেজন্যই অ্যাপের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন Co-WIN নামে একটি অ্যাপের মাধ্যমে করোনা ভ্যাকসিনের যাবতীয় খুঁটিনাটি বিষয় জানা যাবে৷ রেজিস্ট্রেশন থেকে বন্টন সব হবে অ্যাপের মাধ্যমে৷ এর জন্য আপনাকে আপনার মোবাইলে Co-WIN অ্যাপটি ডাউনলোড করতে হবে৷
বাবা কয়লা খনির শ্রমিক,ছেলে সরকারী স্কুলে পড়াশুনা করে আজ DSP
Co-WIN অ্যাপে নিম্নলিখিত মডিউলগুলি থাকছে অ্যাডনিনিস্ট্রেটর মডিউল,
রেজিস্ট্রেশন মডিউল,
ভ্যাকসিনেশন মডিউল
যাঁরা ভ্যাকসিন নেবেন তাঁদের রিপোর্ট করার জন্য একটি মডিউল থাকছে৷
কারা রেজিস্ট্রেশন করছেন, কারা ভ্যাকসিন নিচ্ছেন সকলের কাছেই নোটিফিকেশন পৌঁছে যাবে। ভ্যাকসিনের জন্য অনুমতি চেয়েছে ফাইজার। এরপর সেরাম ইনস্টিটিউট ভ্যাক্সিনের বিষয়ে মোদী সরকারের কাছে অনুমতি চেয়েছে। ব্রিটেন ইতিমধ্যেই ফাইজারের অনুমতি পেয়েছে৷ ভ্যাক্সিন দেওয়া শুরুও হয়ে গিয়েছে।