নতুন রেকর্ড সৃষ্টি করল অ্যাপেল, মাত্র এক মাসেই এক বিলিয়ন ডলারের আইফোন, ভারতীয় মুদ্রায় যার দাম ৮,১০০ কোটি টাকার আইফোন রপ্তানি করতে সক্ষম হয়েছে অ্যাপেল। যাকে বলে মোদিজীর মেক ইন ইন্ডিয়া স্লোগানের প্রতিফলন। উল্টে ভারতে স্মার্টফোন এক্সপোর্ট হয়েছে ১০,০০০ কোটি টাকারও বেশি। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের মাত্র দুটি কোম্পানি রয়েছে একটি আপেল এবং দ্বিতীয়টি স্যামসং যারা নিজেদের স্মার্টফোন তৈরি করে এক্সপোর্ট করতেও সক্ষম হচ্ছে।
স্বনির্ভর ভারত আর খুব বেশি দূরে নয়। তবে এর আগে স্যামসাং প্রথম স্থান অধিকার করেছিল যারা বেশি মূল্যের স্মার্টফোন এক্সপোর্ট করে থাকে, কিন্তু এবার সেই স্থান দখল করল অ্যাপেল। যারা এবারে স্যামসংয়ের তুলনায় প্রায় তিনগুণ বেশি স্মার্ট ফোন ভারত থেকে এক্সপোর্ট করতে সক্ষম তবে তাঁরা। এবার চীনের বদলে ভারতকে পাখির চোখ করছেন তাঁরা। ভারত থেকেই যাতে ২৫ শতাংশ আইফোন এক্সপোর্ট করা যায় সেটাই লক্ষ্য।
তবে যে তিনটি সংস্থা মূলত আইফোন নির্মাণে সহযোগিতা করেন তাঁরা হলো পেগাট্রন উইস্ট্রন ফক্সকন হন হাই এর মিলিত প্রচেষ্টায় তৈরি হতে চলেছে আইফোন ১২, ১৩, ১৪ ও ১৪ প্লাস এই সমস্ত মডেল গুলি তৈরি হওয়ার ফলে আগামী দিনে স্যামসংকে টপকে যাওয়ার ক্ষমতা রাখতে চলেছে তাঁরা। রপ্তানিতে শ্রেষ্ঠ হয়ে ওঠার প্রতিযোগিতায় মত্ত অ্যাপেল। তবে সেই প্রতিযোগিতার জন্যই তারা প্রোডাকশন লিংক ইন্সেনটভের সাথে যুক্ত হয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুতে তাদের আইফোন তৈরি শুরু করেছেন।
এমনকি পি এল আই স্কিম ছাড়াও তাঁরা নিজেদের ১৩ টি সেক্টরে প্রসারিত করতে সক্ষম হয়েছে। পরিসংখ্যান দেখলে অবাক হতে হয় ২০২২ সালের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে মোট ছয় বিলিয়ন ডলারের বেশি স্মার্টফোন ভারত থেকে শুধুমাত্র রপ্তানি হয়েছে। ভারতে ইলেকট্রনিক্স আইটেম রপ্তানির ক্ষেত্রে একটি আশার আলো দেখা গেছে যেখানে ভারত অনতিবিলম্বে শ্রেষ্ঠ স্থান দখল করতে চলেছে।